ইসরাইলি যু’দ্ধজাহাজে হামা’সের ক্ষেপ’ণাস্ত্র হা’মলা

আন্তর্জাতিক

দখলদার ইস’রাইলের একটি যু’দ্ধজা’হাজে ক্ষে’পণা’স্ত্র হাম’লা চালিয়েছে ফিলি’স্তিনি প্রতি’রোধ যো’দ্ধা’রা।

সোম’বার এক বিবৃ’তিতে হামা’সের সাম’রিক শা’খা ইজ্জু’দ্দীন আ’ল কাস’সাম বিগ্রে’ড এ হা’ম’লার দাবি করেছে বলে ইরা’নের প্রেস টিভি জানিয়েছে।

খবরে বলা হয়, সোমবার বিকালে কাস’সাম ব্রি’গে’ডের সেনারা সাগ’রে ইস’রা’ইলি যু’দ্ধ’জা’হাজ লক্ষ্য করে ক্ষে’পণা’স্ত্র ছু’ড়েছে। এছাড়া, কাসসাম ব্রি’গেড আজ ইহু’দি উপশ’হর ‘হার্ট’সলি’য়া’-তে ক্ষে’পণা’স্ত্র হা’ম’লা চালিয়েছে। তবে এ হা’ম’লায় ক্ষয়’ক্ষ’তির পরি’মাণ সম্পর্কে কিছু জানা যায়নি।

বিবৃ’তিতে আরও বলা হয়, সোম’বার ভোরে ইস’রা’ইলি সাম’রিক বাহিনী গাজা উপ’ত্যকায় ন’তুন করে সি’রিজ বিমান হামলা চালানোর পর এই ক্ষেপ’ণা’স্ত্র হাম’লা চা’লানো হয়েছে।

এর আগে হামা’সের যো’দ্ধারা ইসরা’ইলের আশ’কেলান উপকূলে তেল ও গ্যাস উত্তো’লন কে’ন্দ্রে ক্ষে’প’ণাস্ত্র নি’ক্ষেপ করে।

এদিকে ইসরাইলি বাহিনীর বিমান হা’ম’লায় ফি’লি’স্তিনের স্বাধীন’তাকামী সংগঠন ইসলা’মী জিহা’দের সিনিয়র কমা’ন্ডার হাসাম আবু হারবিদ নিহত হয়েছেন।

সোমবার বিকালে গাজা উপত্যকার উত্ত’রাঞ্চলীয় এলাকায় হাম’লায় নি’হত হন তিনি। টানা আ’ট দিন ধরে ফিলি’স্তিনের গাজা উপত্য’কায় বিমান ও কামা’ন হা’মলা চালাচ্ছে দখল’দার ইস’রাইলি বাহিনী।

জেরু’জালেম পো’স্টের খবরে বলা হয়, যৌ’থ অভি’যানে নি’হ’ত আবু হারবিদ ২০১৯ থেকে ইসলা’মী জি’হাদের উ’ত্তর গা’জা উপত্যকা বিভাগের অধিনা’য়ক ছিলেন। তিনি গত ১৫ বছর ধরে এই সংগঠ’নটির প্রভা’বশালী এক’জন ক’র্মী ছিলেন।

রোব’বার মধ্য’রাতের পর ইস’রাইলে’র বিমান বাহি’নীর ৫০টি যু’দ্ধবি’মান পুরো ২০ মিনি’ট ধরে গাজা’র মূল শহর ও তার তার আশপাশের এলাকায় গো’লাব’র্ষণ করেছে।

ইসরাইলের সেনা ক’র্মকর্তা’রা বিবি’সিকে বলেন, বিমা’নবাহিনী’ ইস’রাই’লের জন্য ‘বিপ’জ্জনক’ ৩৫টি লক্ষ্যবস্তু ও হা’মাস যো’দ্ধা’দের ব্যবহৃত বেশ কয়ে’কটি সু’ড়ঙ্গ’পথ, যেগু’লোর সম্মি’লিত দৈর্ঘ্য ১৫ কিলো’মিটার ধ্বং’স করতে সমর্থ হয়েছে।

গাজার সর’কারি কর্মকর্তারা জানিয়েছেন ইস’রাইলি সেনাবা’হিনী’র বি’মান হাম’লায় সেখা’নকার কয়েকটি বিদ্যুৎ’কেন্দ্রসহ প্র’চুর বাড়িঘর, আবাসিক ও বাণিজ্যিক ভবন ধ্বংস হয়ে গেছে।

বিদ্যু’ৎকে’ন্দ্রগুলো ক্ষতি’গ্রস্ত হওয়ায় গা’জার বেশি’রভাগ এলাকা রয়েছে বিদ্যু’ৎবিহীন অবস্থায় রয়েছে।

বিদ্যুৎ না থাকায় গাজার হাসপাতা’লগু’লোতে ভর্তি থাকা করোনা রোগীরা সবচে’য়ে বিপন্ন অব’স্থায় আছেন।