টাঙ্গাইলে শহরের গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডার, জয় কালী মিষ্টান্ন ভান্ডার ও টাঙ্গাইল মিষ্টি ঘরে অভিযান চালিয়ে ১ লক্ষ ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
২১ নভেম্বর মঙ্গলবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরে আলম সিদ্দিকী। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান জানান, শহরের গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারের ঘি ও মিষ্টির উৎপাদন তারিখ না থাকা এবং বিএসটিআইয়ের লাইসেন্স সঠিক না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ২৪ ও ৩১ এর ক ধারায় ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়।
অপর দিকে রেজিষ্ট্রিপাড়া জয় কালী মিষ্টান্ন ভান্ডার বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় ও ঘি ও মিষ্টির উৎপাদন তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ২৪ ও ৩১ এর ক ধারায় ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়।
একই স্থানের টাঙ্গাইল মিষ্টি ঘরের মিষ্টির প্যাকেটর ওজন বেশি থাকায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৬ ধারায় ৩ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়।