টাঙ্গাইলে করোনা পরিস্থিতিতে ক্ষ’তিগ্র’স্ত দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আপদকালীন সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের হাতে অনুদানের টাকা তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম।
টাঙ্গাইল ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।