ঘাটাইলে জমি নিয়ে বিরোধে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০

ঘাটাইলে জমি নিয়ে বিরোধে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০

ঢাকা দেশ জুড়ে

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভাটপাড়া গ্রামে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

জানা গেছে, সন্ধানপুর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে ২২ শতাংশ একটি জমির মালিকানা নিয়ে আব্দুর রশিদ ও রেজাউল করিমের সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। রেজাউল করিমের দাবি, খাস হিসেবে উপজেলা ভূমি অফিস এই জমিটি তাঁর নামে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দিয়েছে। কিন্তু আব্দুর রশিদ সম্পত্তিটি ভোগদখল করেন এবং সম্প্রতি গাছ লাগিয়েছেন। রশিদ এটি পৈতৃক সম্পত্তি বলে দাবি করেন।

 

বিরোধ নিষ্পত্তির জন্য ঘাটাইল ভূমি কার্যালয় গত ২৯ জুলাই উভয় পক্ষকে মালিকানার প্রমাণপত্রসহ আসতে বললেও তাঁরা সাড়া দেননি। উভয় পক্ষ না আসায় ভূমি কার্যালয় ওই জামিতে লাল নিশান টানিয়ে দেয়।

 

 

আব্দুর রশিদ অভিযোগ করেন, গতকাল মঙ্গলবার সকালে রেজাউল করিমের লোকজন তাঁর লাগানো গাছের চারা উপড়ে ফেলে জমিতে দখল করার চেষ্টা করেন। এতে বাধা দিলে উভয়পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে এক নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

 

 

আহতরা হলেন বাবর আলী (৩৪), খলিলুর রহমান (৫৫), লিটন (৩০), শফিকুল ইসলাম (৩৬), আব্দুর রশিদ (৭০), আবু হানিফ (২৫), ফিরোজা বগম (৬৫), রেজাউল করিম (২৯), আসাদ (৫২) ও খাজা ইউসুফ (৪০)।

 

এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কোনো মামলা হয়নি।