গাজায় পৌঁছাল বিভিন্ন দেশের প্রথম ত্রাণ সামগ্রী

আন্তর্জাতিক

ফি;লিস্তি’নে পৌঁছে;ছে ত্রা;ণের প্র;থম চালান। ফি;লিস্তিন ও ইসরা;য়েলে;র মধ্যে যু’দ্ধবি;রতি কা;র্যকরের কয়েক ঘণ্টা পর সেখানে ত্রাণ পৌঁছাল। যু’দ্ধ’বি’রতি কা’র্যকরের পর মিসর, গাজা ও ইসরায়ে;লের সী;মান্তে’র মধ্য;কার সংযো;গস্থ’ল কেরাম

শা;লোম খু;লে দিয়েছে ই;সরা’য়েল। এ সী;মান্ত দিয়ে জা’তি’সংঘ;সহ বি;ভিন্ন ’সাহায্য’ সং;স্থার ত্রা;ণের ট্রা;ক ঢু;কছে গাজায়। এসব ট্রাকে খাবা’র, জ্বা’লানি ও ও;’ষুধ রয়েছে। এছা;ড়া যুদ্ধ;বিরতি কার্য;করের পর হা;জারো ফিলিস্তিনি আ;শ্রয়শিবির থেকে বাড়ি ফিরছে।

জেরুজা;লেমের ;আল-আকসায় ফিলিস্তিনি ও ইসরায়েলি;দের মধ্যে সং;ঘর্ষে;র সূত্র;পাত হয়। এই সং;ঘ;র্ষের প;রে তীব্র আকা;র ধা;রণ করে। টা;না; সং;ঘর্ষ চলে ১১ দিন। এতে আড়া;ই শর বেশি ফি;লিস্তিনি নি;হ;ত হ;য়ে;ছে এবং আ;হ;ত ;হয়েছে এক হাজা;রের বেশি মানুষ।

জাতিসংঘের শিশু তহ;বিল ইউনিসেফ জানি;য়েছে, গাজার প্রা;য় এক লা;খ মানুষ; বাস্তুচ্যুত হ;য়ে ;। প্রায় আট লাখ মানুষ পানি সরব;রাহ লাই;ন থেকে ;বিচ্ছিন্ন হ;য়ে গেছে। ইস;রায়েলি অবরো;ধের কার;ণে আগে ;থে;কেই দারিদ্র পীড়িত গা;জার অ;বকাঠামো পুনর্নি;র্মাণে ;লাখ লাখ ড;লারের প্র;য়োজন পড়;বে বলে জা;নিয়েছেন ফিলি;স্তিনি কর্মকর্তারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মুখপাত্র মার্গা;রেট হ্যা;রিস অবিল;ম্বে গাজা;য় চিকিৎ;সা সাম;গ্রী এবং চি;কিৎসকদের; প্রবেশের ;সুযোগ দেওয়ার আ;হ্বান জানিয়েছেন। হাজার হাজা;র মানুষ আহ;ত হও;য়ায় সেখা;নকার স্বাস্থ্যসেবা অচ;ল হয়ে প;ড়ার ঝুঁ;কি তৈরি হয়ে;ছে বলে মন্তব্য করেছেন তিনি।

জাতিসং;ঘের ফিলি;স্তিনি শরণার্থী সংস্থা (ইউএন;ডব্লিউআরএ) বলেছে, তাদের অ;গ্রাধিকার হলো গা;জার বা;স্তুচ্যুত মানু;ষদের শ;নাক্ত ক;রে তাদের সা;হায্য করা। তারা ত্রা;ণ হিসেবে অ;বিলম্বে তিন কোটি ৮০ লাখ ড;লার সাহায্য চেয়ে;ছে। খবর বিবিসির।