জাপান এয়ারলাইনসের পাইলটরা শুরুতে আগুন লাগার কথা জানতেন না

জাপান এয়ারলাইনসের পাইলটরা শুরুতে আগুন লাগার কথা জানতেন না

আন্তর্জাতিক

টোকিওর বিমানবন্দরের রানওয়েতে দুর্ঘটনাকবলিত জাপান এয়ারলাইনসের উড়োজাহাজটিতে যে আগুন ধরে গিয়েছিল, তা শুরুতে জানতেন না পাইলটরা। এ ঘটনা নিয়ে আজ বৃহস্পতিবার প্রকাশিত নতুন বিবরণে এ তথ্য জানা গেছে।স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায় টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হয়।

 

এর একটি জাপান এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজ, অপরটি দেশটির উপকূলীয় রক্ষী বাহিনী কোস্টগার্ডের ত্রাণবাহী উড়োজাহাজ।সংঘর্ষের ঘটনায় কোস্টগার্ডের উড়োজাহাজটির ছয় আরোহীর মধ্যে পাঁচজন নিহত হন। যাত্রীবাহী উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। তবে যাত্রীবাহী উড়োজাহাজটির ক্রুসহ মোট ৩৭৯ আরোহীর সবাইকে জীবিত উদ্ধার করা হয়।বিমানবন্দরে অবতরণের পরই কোস্টগার্ডের উড়োজাহাজটির সঙ্গে জাপান এয়ারলাইনসের উড়োজাহাজটির সংঘর্ষ হয়। জাপান এয়ারলাইনসের উড়োজাহাজটি রানওয়েতে থেমে যাওয়ার আগে সেটিতে আগুন দেখা যায়।

 

ধারণ করা ভিডিও ফুটেজে উড়োজাহাজটির নিচ থেকে আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়।জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের নতুন তথ্য অনুযায়ী, কেবিন ক্রুরা জানানোর আগে ককপিটে থাকা পাইলটরা এই আগুনের কথা জানতেন না। এনএইচকের খবরে বলা হয়, উড়োজাহাজটিতে নয়জন ফ্লাইট অ্যাটেনডেন্ট ছিলেন। তাঁদের মধ্যে যিনি প্রধান, তিনিই প্রথম ককপিটে জানিয়েছিলেন যে উড়োজাহাজটিতে আগুন ধরে গেছে। উড়োজাহাজটির জরুরি দরজা খোলার জন্য কেবিন ক্রুদের অনুমতি দেওয়া দরকার।