পারিশ্রমিক নিয়ে শ্রীলঙ্কান বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে অচলাবস্থা কাটছেই না। চলমান এই দ্বন্দ্বের প্রভাব বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার দলের ওপর পড়বে বলে মনে করছেন লঙ্কান অধিনায়ক কুশল পেরেরা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নতুন বেতন কাঠামো অনুযায়ী চুক্তির প্রস্তাব পাওয়া ২৪ ক্রিকেটারের পারিশ্রমিক ৪০ শতাংশ কমে যাবে। আর এ কারণেই নতুন চুক্তি স্বাক্ষরে অস্বীকৃতি জানিয়েছেন ক্রিকেটাররা।
গতকাল সিরিজ-পূর্ব অনলাইন সংবাদ সম্মেলনে দেওয়া কুশল পেরেরার বক্তব্য উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে এই খবর। সেখানে কোনো রাখঢাখ না রেখেই প্রভাব পড়ার বিষয়টি তুলে ধরেন লঙ্কান অধিনায়ক, ‘বেতন কেটে নেওয়ার ইস্যুটা আমার খেলোয়াড়দের মানসিকভাবে আঘাত করবে না, সেটা হবে ঢাহা মিথ্যা। আমি আশা করছি, আমরা দেশে ফেরার আগেই বোর্ডের সঙ্গে দরকষাকষি করে এই ইস্যুর একটা সম্মানজনক সমাধান হবে।’ তিনি আরও উল্লেখ করেন, তাদের বোর্ডের নতুন ক্রিকেট ডিরেক্টর টম মুডি ও সাবেক অধিনায়ক অরবিন্দ ডি সিলভার রূপরেখা অনুযায়ী তৈরি নতুন বেতন কাঠামো তাদের জন্য মানিসক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। কুশল বলেন, ‘এটা (বেতন কাঠামো নিয়ে চলমান দ্বন্দ্ব) আমার জন্য একটা বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে। খেলোয়াড়রা যেন মাঠে গিয়ে ভরডরহীন ক্রিকেট খেলতে পারে, আমি সে পরিবেশ তৈরির চেষ্টা করছি। কিন্তু আমার এই চেষ্টা চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে।’
নতুন বেতন কাঠামোর রূপরেখাটা হলো, ২০১৯ সাল থেকে পারফরম্যান্সের ওপর ৫০%, ফিটনেসের জন্য ২০% এবং নেতৃত্বগুণ, পেশাদারিত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা এই তিনটি বিষয়ের জন্য ১০% করে বেতন নির্ধারিত হবে। এই প্রক্রিয়াটিকে অস্বচ্ছ বলছেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের প্রতিনিধি আইনজীবী নিশান প্রেমাথিরত্নে দাবি করেছেন, এমন একটি চুক্তির মাধ্যমে আসলে ক্রিকেটারদের বন্দুকের নলের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। নতুন এই বেতন কাঠামোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন দুই সিনিয়র ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দিমুথ করুনারত্নে। সাবেক অধিনায়ক ম্যাথুজের বার্ষিক বেতন এক লাখ ৩০ হাজার ডলার থেকে নেমে ৮০ হাজার ডলারে গিয়ে দাঁড়াবে। টেস্ট অধিনায়ক করুনারত্নের বার্ষিক বেতন এক লাখ ডলার থেকে কমিয়ে ৭০ হাজার ডলার করার প্রস্তাব করা হয়েছে।
বেতন কাঠামো জনসম্মুখে প্রকাশেরও কঠোর সমালোচনা করেছেন ক্রিকেটাররা। তারা এখন কর্মকর্তাদের বেতনও প্রকাশের দাবি তুলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার এএফপিকে বলেন, ‘তারা আমাদের বেতন-ভাতা প্রকাশ করে নিয়ম ভেঙেছে। এখন মুডি এবং অন্যান্য অফিসিয়াল ও কোচদের কত বেতন দেওয়া হয়, সেটাও প্রকাশ করতে হবে।’