জেনেনিন বাংলাদেশের যে সকল জায়গায় আ’ঘা’ত হানবে ইয়াশ

খুলনা চট্টগ্রাম ঢাকা দেশ জুড়ে বরিশাল বাংলাদেশ ময়মনসিংহ রংপুর রাজশাহী সিলেট

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি ল’ঘুচা’প সৃ’ষ্টি হয়েছে। এটি ঘ’নীভূ’ত হয়ে নি’ম্নচা’প এবং পরবর্তীতে গ’ভীর নি’ম্নচা’প ও ঘূ’র্ণিঝ’ড়ে পরিণত হতে পারে। পরবর্তীতে সুস্পষ্ট ল’ঘুচা’প, নি’ম্নচা’প, গ’ভী’র

নি’ম্নচাপ’, এরপর ঘূ’র্ণিঝ’ড় ‘ইয়াশ’ এ রূপ নিয়ে বাংলাদেশ উপকূলে আ’ঘা’ত হা’নতে পারে। সম্ভাব্য এই ঘূ’র্ণিঝ’ড়ের নাম দেয়া হয়েছে ইয়াশ। পূর্বাভাস মতে, সম্ভাব্য এই ঘূ’র্ণিঝ’ড় আগামী ২৬ মে নাগাদ ভারতের

উড়িষ্যার উপকূল এবং বাংলাদেশের সাতক্ষীরা ও খুলনা উপকূল দিয়ে অতিক্রম করতে পারে মধ্যম মানের এ ঘূ’র্ণিঝড়’টি প্রবেশের সময় বাতাসের গ’তিবে’গ হতে পারে ঘণ্টায় ১২০ থেকে ১৫০ কিলোমিটার। এদিকে গ’তিবেগ কম হলেও ২৬ মে ভরা পূর্ণি’মার কারণে উপকূলীয় এলাকায় জ’লোচ্ছ্বাসসহ বড় ধরনের ক্ষ’তি’র আ’শ’ঙ্কা করছেন বিশে’ষ’জ্ঞরা। তারা বলছেন, ৮ থেকে ১২ ফুটের বেশি উচ্চতা”র জ’লো’চ্ছ্বা’স বয়ে যেতে পারে উপকূল দিয়ে। এ ব্যাপারে বাংলাদেশের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন,

‘শনিবার নাগাদ বঙ্গোপ”সাগরে ল’ঘুচা’প তৈরি হতে পারে। এরপর এটি যদি শ’ক্তিশালী হয়ে ওঠে, তাহলে আগামী ২৬ মে বাংলাদেশ ও ভারতের উড়িষ্যার উপকূলে আ’ঘা’ত হা’না’র শ’ঙ্কা প্রকাশ করছি আমরা।’ সর্বশেষ পূর্বাভাস মতে, মধ্যম মানের এ ঘূ’র্ণিঝড়’টি প্রবেশের সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ থেকে ১৫০ কিলোমিটার। তবে গতিবেগ কম হলেও ২৬ মে ভরা পূর্ণিমার কারণে উপকূলীয় এলাকায় জ’লো’চ্ছ্বাসসহ বড় ধরনের ক্ষ”তির আ’শ’ঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

তারা বলছেন, ৮ থেকে ১২ ফুটের বেশি উচ্চতার জলো’চ্ছ্বা’স বয়ে যেতে পারে উপকূল দিয়ে। আবহাওয়াবিদ শাহিনুল ইসলামের সই করা আবহাওয়া অধিদফতরের এক সতর্কবার্তায় বলা হয়, উত্তর আ’ন্দামান সাগর ও পূর্ব মধ্য বঙ্গো’পসাগরে একটি ল’ঘুচাপ সৃ’ষ্টি হতে পারে। এটি ঘূ’র্ণিঝ’ড়ে পরিণত হতে পারে। পরবর্তীতে এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৬ মে নাগাদ পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছাতে পারে।’ আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ‘এই মাসে আবহাওয়ার যে অবস্থা, তাতে এই ধরনের ল’ঘুচাপ তৈরি হতে পারে।

এরমধ্যে দুই-একটি ঘূ’র্ণিঝ’ড়ে রূপ নেওয়া স্বাভাবিক। এছাড়া আমাদের দীর্ঘমেয়াদি পূর্বাভাসেও আমরা এই মাসে ঘূ’র্ণিঝ’ড় হতে পারে বলে জানিয়েছিলাম।’ তিনি আরো বলেন, ‘এই সময় গরম অনেক বেশি পড়ে, আবার এই গরমের কারণে আকাশে মেঘের পরিমাণও বেশি হয়। তাতে ঝ’ড়বৃ’ষ্টি হতে থাকে। ল’ঘুচা’প কখনও কখনও শ’ক্তিশা’লী হয়ে ঘূ’র্ণিঝ’ড়ে রূপ নেয়।’ বিশ্বের বিভিন্ন আবহাওয়ার পূর্বাভাস কেন্দ্র’গুলোও জানায়, ২৫ মে মধ্যরাত থেকে ২৬ মে সন্ধ্যার মধ্যে ঘূ’র্ণিঝ’ড় ‘ইয়াশ’ বাংলাদেশে প্রবেশ করতে পারে।

আ’ম্পান যেদিক দিয়ে স্থ’লভাগে প্রবেশ করেছিল, সেই সাতক্ষীরা ও খুলনার ওপর দিয়ে স’ম্ভাব্য আ’ঘা’তটা হা’ন’তে পারে এ ঘূ’র্ণিঝ’ড়। প্রস’ঙ্গত, বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটি ঝ’ড়ে’র নামকর’ণ করে থাকে। যেমন- ভারত মহাসাগরের ঝ’ড়গু’লোর নামকরণ করে এই সংস্থার আটটি দেশ। দেশগুলো হচ্ছে— বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীল’ঙ্কা, থাইল্যান্ড এবং ওমান, যাদের প্যানে’লকে বলা হয় ডব্লিউএমও বা ইএসসিএপি। এবারের ঘূ’র্ণিঝ’ড় ‘ই’য়া’শ’ নামকরণ করেছে ওমান।