টাঙ্গাইলের মির্জাপুরে ৩৬৯৯ জনের দ্বিতীয় ডোজ নিয়ে সংশয়

ঢাকা দেশ জুড়ে বাংলাদেশ স্বাস্থ

টাঙ্গাইলের মির্জাপুরে করোনার টিকার মজুদ ফুরিয়ে আসছে। ফলে নিবন্ধন করা তিন হাজার ৬৯৯ জনের দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। এছাড়া নিবন্ধন করেও দুই হাজার ৮৮৫ জন টিকার কোনো ডোজই দিতে পারেনি বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ধাপে গত ৭ ফেব্রুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আট হাজার ডোজ টিকা আসে। টিক পেতে ২৫ মার্চ পর্যন্ত উপজেলার ১৪ হাজার ৭৩৪ জন নিবন্ধন করেন। এরমধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১১ হাজার ৮৪৯ জন।

বৃহস্পতিবার (২০ মে) পর্যন্ত সাত হাজার ৭৯০ জন দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। মজুদ রয়েছে ৩৬০ ডোজ।

\
কিন্তু মজুদ না থাকায় তিন হাজার ৬৯৯ জনের দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে সংশয়ে দেখা দিয়েছে। অন্যদিকে নিবন্ধন করলেও এখনো কোনো ডোজই দিতে পারেনি দুই হাজার ৮৮৫ জন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, করোনার টিকার মজুদ ফুরিয়ে আসছে।

নতুন করে সরবরাহ না আসায় দ্বিতীয় ডোজের টিকা দেয়া সম্ভব নয়। তবে যারা প্রথম ডোজ পেয়েছেন তারা ৪/৫ মাস পরে হলেও দ্বিতীয় ডোজ নিতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না বলে জানান তিনি।