সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ভূঞাপুরে সুজনের মানববন্ধন

আইন-আদালত গণমাধ্যম ঢাকা দেশ জুড়ে বাংলাদেশ

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্য রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা শাখা সুজন (সুশাসনের জন্য নাগরিক)। শনিবার (২২ মে) সকাল ১০টায় ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভূঞাপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনাকে আটকে রেখে হেনস্ত, শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেফতারের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে। রবিবারের মধ্যে রোজিনাকে নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন অংগ্রহণকারীরা।

সুজন উপজেলা শাখার সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সুজনের সভাপতি অধ্যাপক মির্জা মহিউদ্দিন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, প্রভাষক আলী রেজা, সুজনের পৌর সভাপতি আব্দুস সালাম, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সুজনের সহ-সভাপতি মনিরুজ্জামান বাবু, ভূঞাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু প্রমুখ।