ইতালিতে ক্যাবল কার দুর্ঘটনায় নিহত ১৪

আন্তর্জাতিক দুর্ঘটনা প্রবাস

ইতালির উত্তরাঞ্চলে মত্তারনে পর্বতে ওঠার সময় তার ছিড়ে একটি ক্যাবল কার মাটিতে পড়ে গেলে এতে ১৪ জন প্রাণ হারালেন এবং এক শিশু গুরুতর আহত হয়েছে। আল জাজিরা সূত্রে এ তথ্য জানা যায়।

দেশটির অবকাঠামোবিষয়ক মন্ত্রী এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তার ছিড়ে ১০০ মিটার ওপর থেকে ক্যাবল কারটি মাটিতে পড়ে বিধ্বস্ত হলে ওই হতাহতের ঘটনা ঘটে।

 

 

বিখ্যাত স্ট্রেসা শহর থেকে ওই ক্যাবল কারে করে পর্যটক ও স্থানীয় বাসিন্দারা সমুদ্র পৃষ্ঠ থেকে এক হাজার ৪০০ মিটার ওপরের ওই পর্বতে যাচ্ছিলেন।

 

স্ট্রেসা থেকে যাত্রা করার ২০ মিনিট পরই এটি বিধ্বস্ত হয়। ইতালির প্রধানমন্ত্রী ম্যারিও দ্রাঘি এবং স্থানীয় স্ট্রেসা শহরের মেয়র মারসেলা সেভেরিনো এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।