হামাসের হামলা, ইসরায়েলি অবরোধ মানবতাবিরোধী অপরাধ: আইসিসির সাবেক প্রধান

হামাসের হামলা, ইসরায়েলি অবরোধ মানবতাবিরোধী অপরাধ: আইসিসির সাবেক প্রধান

আইন-আদালত আন্তর্জাতিক বাংলাদেশ

নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রধান প্রসিকিউটর লুইস মোরেনো-ওকাম্পো বলেছেন, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা স্পষ্টতই মানবতাবিরোধী অপরাধ। আবার পরবর্তী সময়ে ইসরায়েলের গাজা অবরোধও মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা।আইসিসির সাবেক প্রধান প্রসিকিউটর ওকাম্পো বিবিসির ‘নিউজডে’ অনুষ্ঠানে এসব কথা বলেন। আর্জেন্টিনার আইনজীবী ওকাম্পো আইসিসির প্রথম প্রসিকিউটর ছিলেন।

 

২০০৩ সালের জুন থেকে ২০১২ সালের জুন পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন তিনি।গাজাভিত্তিক ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন। তারা দুই শতাধিক ব্যক্তিকে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে রেখেছে।প্রতিক্রিয়ায় ৭ অক্টোবর থেকে গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলি হামলার তীব্রতা দিন দিন বাড়ছে। প্রায় তিন সপ্তাহ ধরে গাজায় ইসরায়েলি হামলায় ৬ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের তিন ভাগের দুই ভাগ নারী ও শিশু। সাত শতাধিক শিশুসহ নিখোঁজ দেড় হাজারের বেশি। আহত সাড়ে ১৭ হাজার।ইসরায়েলি অবরোধে গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গাজায় খাবার ও পানির তীব্র হাহাকার চলছে।

 

 

গাজার বাসিন্দাদের অনেকের দিন কাটছে অনাহার-অর্ধাহারে। পানি-বিদ্যুৎ নেই, খাবারে টান, অবরুদ্ধ গাজায় বাড়ছে মানবিক সংকটজ্বালানি, ওষুধ ও চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসংকটে বন্ধ হয়ে যাচ্ছে গাজার হাসপাতালগুলো। এতে স্বাস্থ্যসেবাব্যবস্থায় চরম বিপর্যয় দেখা দিয়েছে। জাতিসংঘ গতকাল বুধবার জানিয়েছে, গাজার ৩৫টি হাসপাতালের ১২টিতে এখন সেবাদান বন্ধ আছে। আর ৭২টির মধ্যে ৪৬টি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ।আইসিসির সাবেক প্রধান প্রসিকিউটর ওকাম্পো বলেন, ‘৭ অক্টোবর হামাসের হামলা স্পষ্টতই মানবতাবিরোধী অপরাধ…কারণ, একটি গোষ্ঠীকে আঘাত করার উদ্দেশ্য নিয়ে হত্যা একটি গণহত্যা। হামাসের আনুষ্ঠানিক উদ্দেশ্য হলো ইসরায়েলিদের ওপর আঘাত করা।’ইসরায়েল থেকে লোকজনকে ধরে গাজায় নিয়ে হামাসের জিম্মি করা প্রসঙ্গে ওকাম্পো বলেন, ‘এটা একটা যুদ্ধাপরাধ। কারণ, জিম্মি করা একটি যুদ্ধাপরাধ।’

 

হামাসের হামলার জেরে গাজায় ইসরায়েলি অবরোধ নিয়েও কথা বলেন ওকাম্পো। হামাসের হামলাপরবর্তী গাজায় ইসরায়েলি অবরোধকে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা হিসেবে উল্লেখ করেন তিনি।গাজায় জ্বালানিসংকট: কয়েক ঘণ্টায় বন্ধ হতে পারে জাতিসংঘের সহায়তা কার্যক্রম আইসিসির সাবেক প্রধান প্রসিকিউটর বলেন, গণহত্যা সংঘটনের একটি রূপ হলো মানুষকে ধ্বংসের জন্য তাদের ওপর এভাবে শর্ত চাপানো। আর অবরোধ আসলে তা-ই।ওকাম্পো আরও বলেন, এই অবরোধ হলো পানি ও খাবার বন্ধ করা। হাসপাতালগুলো কার্যক্রম চালাতে পারছে না। যেসব মানুষের ব্যবহারের জন্য কোনো বিদ্যুৎ নেই, যারা কোথাও যেতে পারে না। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। কিন্তু তারা গাজার ২০ লাখ মানুষকে অবরুদ্ধ করতে পারে না। এ কাজ করে তারা গাজাকে একটা বন্দিশিবিরে পরিণত করেছে।আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বলেছে, গাজাবাসীর বিরুদ্ধে অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। যুদ্ধের অস্ত্র হিসেবে খাদ্য বন্ধ করে দেওয়াকে কোনোভাবে বৈধতা দেওয়ার সুযোগ নেই।