ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে ”শান্তি আলোচনা” আয়োজন করতে চায় আরব আমিরাত

আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে ফিলিস্তিন ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের মধ্যে ‌’শান্তি আলোচনা’ আয়োজনে প্রস্তুত বলে জানিয়েছেন আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান।দু’দিন আগে মিশরের মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে।

রবিবার (২৩ মে) মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে টেলিফোনে আলাপকালে এই মন্তব্য করেন আবু ধাবির ক্রাউন প্রিন্স।

আমিরাতের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ডব্লিউএএম শেখ মোহাম্মদের বরাত দিয়ে জানায়, গত বছর অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত।

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি অবলম্বন করা, উত্তেজনা প্রশমন এবং দুই পক্ষের মধ্যে ‘শান্তি অর্জনের’ জন্য নতুন পথের সন্ধানে সবার সঙ্গে কাজ করতে আমিরাত প্রস্তুত।