বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল শুরু

বাংলাদেশ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৪৯ দিন বন্ধ থাকার পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। সোমবার ভোর থেকে ঢাকাগামী যাত্রীরা লঞ্চে পারপার হতে শুরু করেছেন।

এর আগে, ৫ এপ্রিল থেকে এ রুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি। এ সময় শুধুমাত্র ফেরি চলাচল স্বাভাবিক ছিল।

লঞ্চ চলাচল শুরু হওয়ায় কমেছে চাপ, যাত্রীদের মধ্যে দেখা গেছে স্বস্তি। বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, সরকারের ঘোষণা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনেই যাত্রী পরিবহন করা হচ্ছে লঞ্চে।

আরো জানা গেছে, বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৮৬টি লঞ্চ রয়েছে। লঞ্চ চলাচল শুরু করায় ফেরিতে যাত্রীদের চাপ কমেছে। ফলে যানবাহন পারাপার সহজ হয়েছে। সকাল থেকেই যাত্রীরা লঞ্চে পার হচ্ছে। ফেরিতে যাত্রীর সংখ্যা কিছুটা কমেছে।

বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল শুরু

করেছে। সোমবার ভোর ৬টায় বাংলাবাজার ঘাট থেকে প্রথম লঞ্চ শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে গেছে। যাত্রীদের চাপও স্বাভাবিক।