ভাসানচর থেকে টেকনাফের ক্যাম্পে পালিয়ে এলো আরও ৩ রোহিঙ্গা

জাতীয়

নোয়াখালীর ভাসানচর থেকে আরও তিন রোহিঙ্গা পালিয়ে টেকনাফের-২২ নম্বর উনচিপ্রাং ক্যাম্পে চলে এসেছেন। এ ঘটনা জানার পর ওই তিনজনকে হেফাজতে নিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

পালিয়ে আসা তিন রোহিঙ্গা হলেন- ক্যাম্পের ব্লক-সি/০১, ঘর নম্বর -৭৮৫ -এর বাসিন্দা মো. আলমের মেয়ে ফাতেমা (১৮), ব্লক-সি/০২, ঘর নম্বর-৫৩৯ -এর আহমেদ হোছেনের ছেলে মো. হানিফ (২২) ও ব্লক-এ/০৫, ঘর নম্বর-১২১ -এর আবু কালামের মেয়ে শফিকা (১৮)।

এপিবিএন জানিয়েছে, ১ বছর আগে অবৈধপথে মালেয়েশিয়া যাওয়ার সময় তাদের সাথে থাকা ৩০৬ জনকে নৌবাহিনী আটক করে। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে তাদের ভাসানচরে স্থানান্তর করা হয়।

১৬-এপিবিএন’র অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে এপিবিএন সদস্যরা জানতে পারেন রোববার ভাসানচরফেরত তিন রোহিঙ্গা টেকনাফের ২২ নম্বর ক্যাম্পে অবস্থান করছে। সেখানে অভিযান চালিয়ে তাদের পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, অজ্ঞাত দালাল চক্রের মাধ্যমে তারা তাদের পরিবারের কাছে ফেরত এসেছেন।

তিনি আরও জানান, এক বছর আগে অবৈধপথে মালয়েশিয়া যাওয়ার সময় এই তিনজনসহ ৩০৬ জন রোহিঙ্গাকে আটক করে নৌবাহিনী। পরে তাদের ভাসানচরে স্থানান্তর করা হয়।

ক্যাম্প ইনচার্জকে বিষয়টি জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।