সখীপুরে তিন লাখ টাকা হলে সুস্থ্য হতে পারে গরীব বাবার মেয়ে তাসফিয়া

ঢাকা দেশ জুড়ে নারী ও শিশু বাংলাদেশ স্বাস্থ

নাম তাসফিয়া আক্তার।

বয়স ১০মাস। বাবা-মার তিন নম্বর সন্তান। বাবা নাছির উদ্দীন একজন দিনমজুর। বাড়ি উপজেলার সারাসিয়া গ্রামে। নিজের জমি জমা বলতে কিছুই নেই তার। অন্যের বাড়ি কাজ করে ৫ জনের সংসার চালান নাছির। কিন্তু বিধিবাম মেয়ে তাসফিয়ার ম্যাস টিউমার।

 

এখনই তার অপারেশন জরুরি হয়ে পড়েছে। ডাক্তার বলছে টাকা লাগবে প্রায় তিন লাখ। কিন্তু গরীব বাবার পক্ষে এতো টাকা জোগাড় করা কী করে সম্ভব। তাই বিত্তবানদের কাছে হাত পাতা ছাড়া আর কোনো অবলম্বন নেই নাছির উদ্দীনের। উপজেলার কালিয়া ইউনিয়নের স্থানীয় মেম্বার আবদুর রাজ্জাক বলেন, কঠিন রোগ, গরীব বাবা- তার পক্ষে এ রোগের চিকিৎসা করা কোনো ভাবেই সম্ভব না।

 

 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হাসান বলেন, বিরল প্রকৃতির এরোগের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। বাবা গরীব। আমাদের সকলেরই এ রোগের চিকিৎসার জন্য এগিয়ে আসা উচিৎ।
বিশেষজ্ঞ ডাক্তার জানান, এ রোগের চিকিৎসা করা সম্ভব কিন্তু ব্যয়বহুল। তিনি বলেন, ওর অপারেশনে প্রায় তিন লাখ টাকার মতো খরচ হবে।

(সাহায্য পাঠাতে চাইলে মোবাইল -০১৭৬৪০৬১৫৮৬, বাবার বিকাশ)