শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান : অবিলম্বে হল-ক্যাম্পাস খোলার

শিক্ষা

‘ছাত্রসমাজ–অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চাপ নেই’ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির এমন বক্তব্য প্রত্যাখ্যান করে অবিলম্বে হল-ক্যাম্পাস খুলে দেয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা ৷

রোববার (৩০ মে) সকাল ১১টায় রাজধানীর নীলক্ষেত মোড়ে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান তারা। শিক্ষার্থীরা অভিযোগ করেন- দেশের মার্কেট, শপিংমল থেকে শুরু করে সবকিছু চালু থাকলেও শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

অনেক শিক্ষার্থী টিউশনি করিয়ে নিজের খরচ চালাতেন এখন তারা আর্থিক সংকটে পড়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন৷ সরকার শিক্ষা প্রতিষ্ঠার খোলা নিয়ে বারবার শুধু তারিখ পরিবর্তন করছে ৷

দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীরা মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন৷ বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি করেন শিক্ষার্থীরা ৷ এছাড়া স্থগিত হওয়া সব পরীক্ষা দ্রুততম সময়ে নেয়ার দাবি জানান তারা৷

শিক্ষামন্ত্রীর শনিবারের (২৯ মে) দেয়া বক্তব্য প্রত্যাখান করে শিক্ষার্থীরা অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে মন্ত্রীর প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা৷