‘আমি তো ভালা না ভালা লয়া থাইকো’ গানটি দিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন লোক গানের শিল্পী কামরুজ্জামান রাব্বি। তার সেই গান নিমিষেই তাকে পৌঁছে দিয়েছে দেশের আপামর শ্রোতাদের কাছে।
তবে এরপর রাব্বিকে আর তেমন সুপারহিট কোনো গানে কণ্ঠ দিতে দেখা যায়নি। হয়তো ভক্ত-অনুরাগীেদের সেই আক্ষেপ শেষ হতে চললো।নতুন গান নিয়ে হাজির হলেন রাব্বি। শ্রুতিমধুর এই গানের নাম ‘স্বার্থ ছাড়া হয় না মানুষ’।
প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে মুক্তি পেয়েছে কন্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বির নতুন গানটির মিউজিক ভিডিও। ‘স্বার্থ ছাড়া হয় না মানুষ’ গানের কথা ও সুর করেছেন আকাশ নিবির। সংগীত পরিচালনা করেছেন দীন ইসলাম শারুখ।
ফিল্ম্যানিয়াক টিমের পরিচালনায় ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন কামরুল ইসলাম। সম্পাদনা ও রঙবিন্যাস করেছেন রনি শিকদার জিতু।
নতুন এই গান প্রসঙ্গে কামরুজ্জামান রাব্বি বলেন, ‘এই গানটির সুর ও কথা অনেকটা ফোন প্যাটার্নের। শ্রোতারা শুনে আরাম পাবেন। একই ব্যানারে আমার বেশ কিছু গান প্রস্তুত হচ্ছে। শিগগিরই সেগুলো শ্রোতাদের সামনে তুলে ধরা হবে।’