পাবনার সাঁথিয়ায় ঘরে ঢুকে চার সন্তানের জন’নীকে (৪৫) জোরপূর্বক ধ’র্ষ’ণ করেছে লিটন রায় (২৫) নামে এক যুবক। তাকে আটক করেছে পু’লি’শ।
লিটন রায় উপজেলার হাটবাড়িয়া-বোয়াইলমারী গ্রামের শ্রী নির্মল রায়ের ছেলে।
এলাকাবাসী ও থা’না’র অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নন্দনপুর ইউনিয়নের হাটবাড়িয়া-বোয়াইলমারী গ্রামের জনৈক ৪ সন্তানের জননীকে (৪৫) প্রতিবেশী শ্রী নির্মল রায়ের ছেলে লিটন বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দিয়ে আসছিল। বুধবার রাতে লিটন কৌশলে ঘরে ঢুকে তাকে জো’রপূ’র্বক ধ’র্ষ’ণ করে।
ওই গৃহবধূ তার ছেলে ও স্বামীকে এ কথা বলে দেন। ইউপি সদস্য আনোয়ার হোসেন বিষয়টি শুনে থানা পু’লি’শকে খবর দিলে রাতেই পু’লি’শ লিটনকে আটক করে।
এ ব্যাপারে সাঁথিয়া থানায় ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে লিটনকে আসামি করে ধ’র্ষ’ণ মা’ম’লা দায়ের করেছেন।
সাঁথিয়া থানার ওসি আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, সাঁথিয়া থানায় ধ’র্ষ’ণ মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ ও ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা মে’ডি’কেলে প্রেরণ করা হয়েছে।