অন্যের ক”বর খুঁড়তে গিয়ে নিজেই ঢলে প”ড়লেন মৃত্যু’র কোলে, ময়মনসিংহের নান্দাইলে মৃ’ত ব্য’ক্তির ক’বর খুঁড়তে গিয়ে বাবুল মিয়া নামে এক যু’বকের হৃ’দরোগে মৃ’ত্যু হয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে নান্দাইল সদর ইউনিয়নের ভা’টিসাভার বিলপাড় গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বাবুল ওই গ্রা’মের মৌজ আলীর ছেলে। নান্দাইল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল হালিম বি’ষয়টি নি’শ্চিত ক’রেছেন।
তিনি জানান, ভাটিসাভার বিলপাড় গ্রামের বাহাদুর আলীর স্ত্রী নুরজাহান মারা গেছেন।
বুধবার সকালে তাদের পা’রি’বারিক ক*ব’রস্থানে বাবুল ক*বর খুঁ’ড়ছিলেন। কো’দাল দিয়ে মাটিতে দুই-তিনটি কোপ দিতেই তিনি অ’চেতন হয়ে মাটিতে পড়ে যান।
পরে স্থা’নীয়রা তাকে উ*দ্ধা’র করে নান্দাইল উপজেলা স্বা’স্থ্য ক’ম’প্লে’ক্সে নিয়ে গেলে চি’কিৎসক তাকে মৃ*ত ঘো’ষ’ণা করেন।
আরোও পড়ুন..’দোয়া কবুল হয়না যে ৫ কারণে’
পবিত্র কো’রআনে আল্লাহ বলেন, ‘তোমরা আমার কাছে দোয়া করো। আমি তোমাদের দোয়া ক’বুল করব’ (সূরা মুমিন, আয়াত ৬০।) আরবি দোয়া শব্দের অর্থ ডাকা, আ’হ্বান করা, প্রার্থনা করা, কোনো কিছু চাওয়া ইত্যাদি।
রাসুল (সা.) বলেছেন, ‘দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সি’দ্ধান্তকে বদলাতে পারে না।’ (তিরমিজি, হাদিস নম্বর ২১৩৯।) দোয়া সব ই’বাদতের মূল।
দোয়া কবুলের অনেক শ’র্ত আছে। আল্লাহর উদ্দেশে একমাত্র তার সন্তুষ্টি অ’র্জনের জন্য খালেস দিলে দোয়া করতে হবে।
নিরাশ না হওয়া: দোয়ার পর আ’ল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন। নে’তিবাচক কোনো চিন্তা করা যাবে না। অ’ন্যথায় এ দোয়া কবুল নাও হতে পারে।
হারাম থেকে বেঁচে থাকা: দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য, বস্ত্র, পানীয় ইত্যাদি পরিহার করা। হারাম উপার্জনে নিজেকে সম্পৃক্ত করে যতই দোয়া করা হোক, তা আল্লাহর দরবারে গৃহীত হয় না। রাসুল (সা.) এক ব্যক্তির কথা উল্লেখ করেন, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত, অবিন্যস্ত ও পুরো শরীর ধুলোমলিন।