দেশের প্রতিটি জেলা-উপজেলায় মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব পরিকল্পনায় ইতোমধ্যে ৫০টি মসজিদ নির্মাণ কাজ শেষ হয়েছে। ১০ জুন সেসব মসজিদের ভার্চুয়াল উদ্বোধন করেছেন তিনি।
জানা যায়, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রসমূহে নানাবিধ সুযোগ-সুবিধা রয়েছে। দেশব্যাপী মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করে শক্তিশালী ইসলামি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলাই এর মূল লক্ষ্য।
পাঠকের জন্য সেসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সুযোগ-সুবিধা তুলে ধরা হলো-
১. নারী-পুরুষের পৃথক ওজু ও নামাজ আদায়ের ব্যবস্থা
২. প্রতিবন্ধী মুসল্লিদের টয়লেটসহ নামাজের পৃথক ব্যবস্থা
৩. ইসলামিক বই বিক্রয় কেন্দ্র
৪. ইসলামিক লাইব্রেরি
৫. অটিজম কর্নার
৬. ইমাম ট্রেনিং সেন্টার
৭. ইসলামিক গবেষণা ও দ্বীনি দাওয়া কার্যক্রম
৮. হেফজখানা
৯. শিশু ও গণশিক্ষার ব্যবস্থা
১০. দেশি-বিদেশি পর্যটকদের আবাসন ও অতিথিশালা
১১. মরদেহ গোসল ও কফিন বহনের ব্যবস্থা
১২. হজযাত্রীদের নিবন্ধনসহ প্রশিক্ষণ
১৩. ইমামদের প্রশিক্ষণ ও গাড়ি পার্কিং
১৪. ইমাম-মুয়াজ্জিনের আবাসন
১৫. সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীর জন্য অফিসের ব্যবস্থা।
এ ছাড়াও মডেল মসজিদগুলো থেকে ইসলামের সঠিক মর্মবাণী প্রচার হবে। ইসলামের সঠিক জ্ঞানচর্চা হবে। মুসলমানরা আরও সচেতন হবেন। তারা জ্ঞান-বিজ্ঞান চর্চায় আরও এগিয়ে যাবেন।