পরিবেশ” নিশ্চিত করার লক্ষ্যে সেভ দ্য চিলড্রেন এবং সিপের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম

বাংলাদেশ

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে “শিক্ষার জন্য সুস্থ্য পরিবেশ” নিশ্চিত করার লক্ষ্যে আজ শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১ তারিখ সকালে মিরপুরের বাংলাদেশ আদর্শ শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ে এবং বাংলাদেশ আদর্শ শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিএনসিসি, সেভ দ্য চিলড্রেন এবং সিপের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

স্কুল গুলো পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের মধ্যে ছিল স্কুলের চারপাশ, ঝোপঝাঁড় এবং বাথরুমে লার্ভিসাইডিং করা সহ মাঠে অতিরিক্ত ঘাস কাটা, রুমের ভিতরে ঝুল পরিষ্কার করা, রুম ঝাড়ু , রুমের বারান্দা পরিষ্কার, বাথরুম পরিষ্কার, ক্লাস রুমের মেঝে, বেঞ্চ, টেবিল, চেয়ার, বোর্ড, শহীদ মিনার ব্লিচিং

 

 

 

পাউডার এবং স্যাভলন পানি দিয়ে দিয়ে ক্লিন করা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে বসার জন্য স্মাইলিং সার্কেল করা। মোহাম্মদ সাজ্জাদ হোসেন, কাউন্সিলর, ওয়ার্ড-২, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ অন্যান্য শিক্ষকদের এবং আগত ছাত্র-ছাত্রীবৃন্দের অভিভাবক সহ সকলকে মাস্ক পরিধান জোরদার করতে বলেন।

 

তিনি বলেন, বিদ্যমান করোনা এবং ডেঙ্গু পরিস্থিতিতে ছাত্র, শিক্ষক ও অভিভাবকসহ সকলকেই সরকারী নির্দেশনা ও স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেন এবং তিনি আরো বলেন, “বর্তমানে এই করোনা মহামারী এবং ডেঙ্গু থেকে সুস্থ্যভাবে বেঁচে থাকার লক্ষ্যে

 

নিজ নিজ অবস্থানে থেকে সমাজের সর্বস্তরের মানুষকেই সচেতনতার সাথে কাজ করে যেতে হবে মাস্ক অবশ্যই পরিধান করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এক্ষেত্রে আমরা প্রত্যেকে যদি নিজ নিজ জায়গা থেকে দায়িত্বের সাথে ভূমিকা পালন করি অবশ্যই আমরা ভালো থাকবো।”