টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানার বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানি মা’ম’লা হয়েছে। আজ বুধবার (৯ জুন) টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি বাদি হয়ে এ মা’ম’লা করেন।
টাঙ্গাইল পুলিশের আ’দা’লত পরিদর্শক তানভির আহমেদ জানান, টাঙ্গাইল সদর আ’দা’লতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ’দা’লত শুনানি শেষে মা’ম’লাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
মা’ম’লার বাদী গোলাম কিবরিয়া বড় মনি টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই। তিনি টাঙ্গাইল শহর আওয়ামী লীগেরও সহসভাপতি। বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানান, গত সোমবার (৭ জুন) আমানুর রহমান খান রানা টাঙ্গাইল প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিথ্যা তথ্য উপস্থাপনের মধ্য দিয়ে গোলাম কিবরিয়া বড় মনি ও তার পরিবারের সদস্যদের হেয় প্রতিপন্ন করেছেন। এতে তাদের ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিকভাবে পাঁচ কোটি টাকার সম্মানহানি হয়েছে বলে দাবি করেন তিনি।
প্রসঙ্গত, গত ১ জুন তপন রবিদাস নামক এক ব্যক্তি টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন আমানুর রহমান খান রানা তাকে রিভলবার ঠেকিয়ে হত্যার হু,মকি দিয়েছেন। এ অভিযোগ খন্ডন করতে আমানুর গত সোমবার একই স্থানে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি বড় মনি এবং ছোট মনিরের বিরুদ্ধে তার বড় ভাই আমিনুর রহমান খান বাপ্পিকে হত্যার অভিযোগ করেন। এছাড়া বড় মনি ও ছোট মনির জার্মানিতে অস্ত্র ব্যবসা করে বিপুল অর্থ আয় করেছেন বলেও উল্লেখ করেন।