স্ত্রীর সাথে অভিমানে নিজের পু’রু’ষা’ঙ্গ কা’টলেন স্বামী

খুলনা দেশ জুড়ে নারী ও শিশু স্বাস্থ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় স্ত্রীর ওপর রাগ ও অভিমান করে নিজের পু’রু’ষা’ঙ্গ কেটে ফেলেছেন এক স্বামী। বুধবার রাত ৮টার দিকে নিজের পু’রু’ষা’ঙ্গ কা’টেন মুনতাজ আলী (৫২)।

পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলার হাসিমপুরের বাঁখই মোহাম্মদপুর গ্রামের মুঞ্জল মণ্ডলের ছেলে মুনতাজ আলী। স্ত্রীর ওপর অভিমান করে নিজের পু’রু’ষা’ঙ্গের অর্ধেকের বেশি কেটে ফেলেছেন তিনি।

পরে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে মুনতাজ আলী জানান, তার বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ যে তিনি পাশের বাড়ির এক নারীর সাথে শারীরিক সম্পর্ক করেছেন। বুধবার সকালে এ অভিযোগের পর তিনি পবিত্র কুরআন শরীফ নিয়ে এমন কাজ করেননি বলে জানালেও তার স্ত্রী তাকে বিশ্বাস করেননি।

 

এই অভিমানে রাত ৮টার দিকে নিজ ঘরে দা দিয়ে নিজের পু’রু’ষা’ঙ্গ কা’টেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত মুনতাজ আলীর পু’রু’ষা’ঙ্গের চার ভাগের তিন ভাগই কা’টা হয়েছে।

এ দিকে গুরুতর অসুস্থ অবস্থায় মুনতাজ আলীকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে স্ত্রীকে অনুতপ্ত অবস্থায় পাশে থাকতে দেখা গেছে।

বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, বিষয়টি শুনেছি। তবে কোনো অভিযোগ পাইনি।