দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আধুনিক এই মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় এই মসজিদগুলো বানানো হয়েছে।
এক সাথে হাজারো লোকের নামাজ আদায়সহ এসব মসজিদে রয়েছে নানা অত্যাধুনিক সুযোগ সুবিধা।
প্রকল্প সংশ্লিষ্টরা বলছে, একসাথে এতো মসজিদ নির্মাণ বিশ্বে এটিই প্রথম। মসজিদগুলোর মাধ্যমে ইসলাম প্রচারের পাশাপাশি, শান্তিপূর্ণ, সৎ ও ন্যায়নিষ্ঠ সমাজ গড়া সম্ভব হবে। প্রতিটি মসজিদেই থাকছে নারী-পুরুষের পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য নামাজের ব্যবস্থা।