টাঙ্গাইলের পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ জুন) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ও ভূঞাপুর উপজেলার রাজাপুর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কোরআনের হাফেজ মো. সজিব (৩৮) ভূঞাপুরের ফলদা গ্রামের ধুবলিয়া গ্রামের শামসুল হকের ছেলে। সজিব বৃহস্পতিবার (১০ জুন) থেকে নিখোঁজ ছিলেন। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
ঘারিন্দা ইউনিয়নের ইউপি সদস্য বাদশা মিয়া বলেন, বিকেলে কয়েকজন কৃষক ক্ষেতে গরু-ছাগল চরাতে গিয়ে দুর্গন্ধ পান। পরে তারা মেশিন ঘরে উঁকি দিয়ে দেখতে পান একটি মরদেহ পড়ে আছে। তবে মেশিন ঘরের দরজা বন্ধ ছিল। পরে বিষয়টি সদর থানা পুলিশকে জানানো হয়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বাংলানিউকে বলেন, মরদেহটি পচে পোকা ধরেছে। ধারণা করা হচ্ছে মরদেহটি ৫-৬ দিন আগে হত্যা করে ফেলে রেখেছে দুর্বত্তরা। ময়নাতদন্ত শেষে মূল রহস্য জানা যাবে। অপরদিকে, মরদেহের পরিচয় পাওয়া যায়নি।
গাবসারা ইউনিয়নের ইউপি সদস্য ওয়াহেদ আলী বাংলানিউজকে বলেন, বিকেলে রাজাপুর গ্রামের তিল ক্ষেতে স্থানীয়রা মরদেহটি দেখে আমাকে জানায়। বিষয়টি আমি পুলিশকে জানায়। ধারণা করা হচ্ছে সন্ত্রাসীরা ৩-৪ আগে মরদেহটি গুম করার জন্য তিল ক্ষেতে ফেলে রেখে যায়।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব বাংলানিউজকে বলেন, লাশটি পচন ধরে পোকা ধরেছে। তিন চারদিন আগে সম্ভবত মরদেহটি সেখানে পড়েছিল। ময়নাতদন্তের পর ঘটনার প্রকৃতি রহস্য জানা যাবে।