টাঙ্গাইলে নতুন করে ৯৫ জন ক’রো’নায় আ’ক্রান্ত

দেশ জুড়ে বাংলাদেশ

নাহিদ ইসলাম : টাঙ্গাইলে করো’না ভাইরাসে আ’ক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় ২৫৪টি নমুনা পরীক্ষায় জেলায় ৯৫জন করো’না’য় আ’ক্রান্ত হয়েছে। আ’ক্রান্তের হার ৩৭.৪০%।

এ নিয়ে জেলায় মোট ক’রোনা’ আ’ক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৭১২ জন। আ’ক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছে ৪ হাজার ৩৩৫ জন। এ পর্যন্ত জেলায় মোট মৃ’ত্যুবরণ করেছে ৯৫ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে টাঙ্গাইল জেনারেল হাস’পাতালের করো’না আইসোলেশন ইউনিটে সর্বমোট ৩৬৭ জন রোগী ভর্তি হয়। এদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৬২ জন। উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে ৬১ জন।

বর্তমানে টাঙ্গাইল জেনালে হাস’পাতালে আইসিউ বেডে ৪জন ও জেনারেল বেডে ১৮জন অন্যদিকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে পাঁচজনসহ জেলায় সর্বমোট ২৭জন হাস’পাতালে চিকিৎসাধীন রয়েছে।