স্বপন সরকার নামের এক যুবক হিন্দু ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে মো. আবদুল্লাহ্ আল সিয়াম তার বয়স ২৪ ।
১৮ জুন জুমার নামাজের আগে টাঙ্গাইল জেলার মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদে তাকে কালেমা পাঠ করান মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি ড. সালাহ্ উদ্দীন আশরাফী।
মো. আবদুল্লাহ্ বলেন, ছোট বেলা থেকেই ইসলামের ধর্মীয় রীতি-নীতি ভালো লাগতো। নামাজ, যাকাত, হজ্ব ইত্যাদি সবই ভালো লাগে, তখন থেকেই ইসলাম ধর্মের প্রতি এক ব্যতিক্রম শ্রদ্ধা আসে নিজের মধ্যে। আমার সব বন্ধুরাই মুসলিম, চলাফেরাও ওদের সাথেই। আজানের ধ্বনি আমাকে মুগ্ধ করে।
আল্লাহর হুকুম ও নবী রাসুলের (সা:) দেখানো পথে চলতে পারেন এজন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মির্জাপুর সরকারি কলেজে সমাজকর্ম বিভাগ থেকে অনার্স চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন।
উল্লেখ্য, এরআগে তিনি টাঙ্গাইল কোর্ট থেকে গত ০৮ই জুন এফিডেভিট মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন। তার বাড়ি মির্জাপুর পৌরসভার বাওয়ারকুমারজানি গ্রামে। তার পরিবার ছেড়ে স্বজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।