মৃত রোগী আটকে টাকা আদায় : তিন ডাক্তারের বিরুদ্ধে মামলা

আইন-আদালত ঢাকা দুর্নীতি দেশ জুড়ে

রোগীর মরদেহ আটকে ভয়-ভীতি দেখিয়ে টাকা আদায়ের আভিযোগে রাজধানীতে তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই তিন চিকিৎসক হলেন-ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইলের কনসালটেন্ট ল্যাপারোস্কপিক সার্জন প্রফেসর ডা. আবদুল ওহাব খান, ল্যাব এইড হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ও বি আর বি হাসপাতালের হেপাটো বিলিয়ারি সার্জন প্রফেসর ডা. মোহাম্মদ আলী।

 

রোববার (২০ জুন) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরির আদালতে এ মামলা করেন আকতারুজ্জামান মিয়া নামে এক ফিজিওথেরাপিস্ট।আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সিআইডকে করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

বাদীর আইনজীবী হেমায়েদ উদ্দিন খান হিরোন বিষয়টি নিশ্চিত করেছেন।