সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসার দরুন যে সকল মাম’লা হবে/হয়েছে সকলকে বিনা খরচে আইনি সহয়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আঠারগাছিয়া ইউনিয়ন এর ৩নং ওয়ার্ডের বিশিষ্ট আই’ন’জী’বী রাজনৈ’তিক ব্যাক্তিত্ব ও সমাজসেবক জনাব মোঃ বদরুল হাসান খান বাকের।
আজ তার নিজস্ব ফেসবুক আইডিতে মোবাইল নম্বর দিয়ে উল্লেখ করেন যে, আমার মাতৃভুমি আঠারগাছিয়া ইউনিয়ন এর যে সকল মাম’লা অন্যায় ভাবে জনগনকে হয়রানি করার উদ্দেশ্য মাম’লা করা হয়েছে তা তিনি বিনামুল্যে লড়বেন। তার পোষ্টটি তুলে ধরা হলোঃ-
প্রিয় জন্মভূমি আঠারগাছিয়া। এই ইউনিয়নে নির্বাচনী হতাহতের যে কোন মাম’লা বিনা খরচে পরিচালনা সহ যে কোন অন্যায়,অ’ত্যা’চার, অ’বিচার ও অনি’য়ম এর বিরু’দ্ধে আমাকে সব সময় পাশে পাবেন।
আপনাদের একটি ফোনের প্রত্যাশায় কান পেতে আছি, প্রতিশ্রুতিবদ্ধে আমি অবিচল। এড’ভোকেট মোঃ বাকের খান। 01711-110702