ঈদ সামনে রেখে নির্মিত হচ্ছে নাকট, সিনেমা, মিউজিক ভিডিওসহ বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠান৷ এরই ধারাবাহিকতায় পরিচালক তাজু কামরুল নির্মাণ করেছেন ‘লন্ডনী বউ’ নামে এক খণ্ডের নাটক। শোয়েব চৌধুরীর গল্প অবলম্বনে নাটকের
চিত্রনাট্য লিখেছেন শামীম সিকদার। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জামিল হোসেন ও নীলাঞ্জনা নীলা। ‘লন্ডনী বউ’ নাটকটির নির্বাহী প্রযোজক মনিরুল ইসলাম। এই নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমিন আজাদ, আনোয়ার হোসেন, তামান্না প্রমুখ।
এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘চমৎকার একটা গল্প। লন্ডনী বউ গল্পে বিনোদনের পাশাপাশি একটা বার্তা আছে।’ নাটকের শুটিং শেষ। এটা জানার পরপরই লন্ডন থেকে অসংখ্য প্রবাসী জানতে চেয়েছেন নাটকটি তারা কবে এবং কোন চ্যানেলে দেখতে পাবেন। এই নাটক নিয়ে ব্রিটেন
প্রবাসী বাঙালি, বিশেষ করে প্রবাসী সিলেটীদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা গেছে। তারা বলছেন ভবিষ্যতে যেনো শোয়েব চৌধুরী প্রবাসীদের নিয়ে আরো গল্প লেখেন। এবং এ ধরনের নাটকের শুটিং যেনো ব্রিটেনে হয়। এমনকি ব্রিটেন প্রবাসী অনেকেই নাটকে অভিনয় করার আগ্রহ দেখিয়েছেন বলে নির্মাতা সূত্রে জানা গেছে।