শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রাসহ ২৬ জন নাবিক হংকং বন্দরে আইসোলেশনে রয়েছেন। এর মধ্যে দুইজন নাবিকের দেহে করো’নার জীবানু পাওয়া গেছে বলে বিএসসি সূত্রে জানা গেছে।
এমভি বাংলার জয়যাত্রা ২৭জন নাবিক নিয়ে গত ১০ জুন চট্টগ্রাম বন্দর থেকে হংকংয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। ২১ জুন হংকং বন্দরের বর্হিনোঙ্গরে জাহাজটির নাবিক মোকাররম হোসেন (৫৫) মারা যান।
হংকং স্থানীয় কর্তৃপক্ষ তার দেহের নমুনা পরীক্ষা করে। তিনি করো’না আক্রান্ত ছিলেন বলে হংকং স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এরপর জাহাজটির বাকি ২৬ জন নাবিককে আইসোলেশনে রাখা হয়।
হংকং কর্তৃপক্ষ পরীক্ষার জন্য তাদের নমুনা নিয়ে গেছে। ওই নমুনা পরীক্ষায় আরো দুইজন নাবিকের দেহের করো’নার জীবানু পাওয়া যায়। তাই জাহাজটির সকল সদস্যদের ২১ দিন আইসোলেশনে থাকতে হবে।
ইতোমধ্যে হংকংয়ে বাংলাদেশ দূতাবাস, বিএসসি ও জাহাজটির স্থানীয় শিপিং এজেন্টের পক্ষ থেকে আইসোলেশনে থাকা নাবিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। নাবিক মোকাররম হোসেনের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চলছে।
শনিবার (২৬ জুন) এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক (কার্গো সুপারভিশন অ্যান্ড অপারেশন) মোহাম্মদ শরিফুল ইসলাম ভূঁঞা রাইজিংবিডিকে বলেন,
‘এমভি বাংলার জয়যাত্রার নাবিক মোকাররম হোসেন কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মরদেহ দেশে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। জাহাজের বাকি নাবিকরা আইসোলেশনে রয়েছেন। তাদের মধ্যে দুইজন করানাভাইরাসে আক্রান্ত। হংকংয়ে কনসুল্যার অব বাংলাদেশ সার্বিক বিষয় দেখভাল করছে।’