ইউরোতে যেন দৈত্যরূপ ধারণ করেছে পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরো চ্যাম্পিয়নশিপের এবারের আসরে গ্রুপ স্টেজে মাত্র তিন ম্যাচ খেলে করে ফেলেছেন ৫ গোল। ভেঙেছেন অসংখ্য রেকর্ড। গ্রুপ ডেথ থেকে দলকে নিয়ে এসেছেন শেষ ১৬’র মঞ্চে। এবার রোনালদোর সামনে বড় পরীক্ষা শক্তিশালী বেলজিয়াম।
শেষ ষোলোর চতুর্থ ম্যাচে আজ রবিবার (২৭ জুন) দিবাগত রাত ১ টায় মাঠে নামবে পর্তুগাল-বেলজিয়াম। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে বেলজিয়াম রয়েছে এক নম্বরে। আর ইউরোর গত আসরের চ্যাম্পিয়ন দল পর্তুগাল। তাই
স্বাভাবিকভাবেই ম্যাচটিকে ঘিরে ফুটবল ভক্তদের মাঝে কাজ করছে দারুণ উত্তেজনা। রোমাঞ্চকর এক লড়াইয়ের আশা করছেন সকলে।
গত বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়ামের সোনালি প্রজন্ম কেভিন ডি ব্রুইন, এডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু, থিবো কর্তোয়ারা এবার স্বপ্ন দেখছেন শিরোপার। গ্রুপে টানা তিন জয়ে নিজেদের মানও চিনিয়েছে তারা। অন্যদিকে, পর্তুগাল ৪-২ গোলে জার্মানির কাছে বিধ্বস্ত হয়ে চলে গিয়েছিল বাদ পড়ার কিনারায়।
বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখে দিয়ে নক আউট নিশ্চিত করে তারা। সেই আত্মবিশ্বাস আর ক্রিস্টিয়ানো রোনালদোর ছন্দ আশা জোগাচ্ছে পর্তুগিজদের।
এদিকে আজ গোল পেলেই একসাথে দুটি রেকর্ড গড়বেন রোনালদো। আজ গোল পেলে ইউরো চ্যাম্পিয়নশিপের এক আসরে সর্বোচ্চ গোল করার রেকর্ডে ভাগ বসাবেন তিনি। গত ইউরোতে ৬ গোল করে এতদিন সেই
জায়গাটি দখল করে রেখেছিলেন ফ্রান্সের তারকা আন্তোনিও গ্রিজম্যান। এবং সেই সাথে গোল হলেই এককভাবে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক হবেন রোনালদো।
পর্তুগালের যদি থাকে রোনালদো তবে বেলজিয়ামের আছেন রোমেলু লুকাকু। এখন পর্যন্ত করেছেন ৩ গোল। তাই সেভিয়ায় আজকের ম্যাচে বাড়তি নজর থাকবে রোনালদো ও লুকাকুর ওপর।
লুকাকু ও রোনালদো ক্লাব পর্যায়ে একে অপরের মুখোমুখি হয়েছেন গেল মৌসুমেও। সিরি আ’র গত মৌসুমে রোনালদো জুভেন্তাসের হয়ে লিগ সর্বোচ্চ ২৯ গোল করেন। চ্যাম্পিয়ন ইন্তার মিলানের হয়ে লুকাকু করেন দ্বিতীয় সর্বোচ্চ ২৪
গোল। পর্তুগালের সঙ্গে ম্যাচের আগে লুকাকু বলেছেন, ক্লাব পর্যায়ে রোনালদোর বিপক্ষে খেলাটা তাকে সহায়তা করবে শেষ ষোলোর ম্যাচে। ‘আমি তার (রোনালদোর) ড্রিবলিং এবং যেভাবে সে বলে কিক মারে সেটা দেখতে পছন্দ করব। সে হয়তো আমার পাওয়ার দেখতে চাইবে।’
সব প্রতিযোগিতা মিলে টানা ১২ ম্যাচ অপরাজিত বেলজিয়াম। এই ১২ ম্যাচের ১০টি জিতেছে বেলজিয়াম। পর্তুগালের ডিফেন্ড নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। জার্মানির সঙ্গে পর্তুগাল দল দুটি আত্মঘাতী গোল করে। বেলজিয়াম ও পর্তুগাল এর
আগে ১৮টি ম্যাচে মুখোমুখি হয়েছে। ৬টি তে জিতেছে পর্তুগাল, ৫ ম্যাচে জয় বেলজিয়ামের। ড্র হয়েছে বাকি ৭ ম্যাচ।
সবশেষ ২০১৮’র ২ জুন ম্যাচ খেলে পর্তুগাল ও বেলজিয়াম। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। সেই ম্যাচটিতে খেলেননি রোনালদো। তার আগের তিন দেখায় জিতেছে পর্তুগাল। যার দুটিতে রোনালদো খেলেছেন এবং গোল করেছেন।