সংকটময় শ্রীলঙ্কার দুরবস্থার কারণে সরে যাচ্ছে এশিয়া কাপ

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক : ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। দেশটির চারদিকে এক সংকটময় অবস্হা। নিত‌্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে হু হু করে। বিদ্যুৎ বাঁচাতে রাস্তাঘাটের আলো সমস্ত নিভিয়ে রাখা হচ্ছে। বেশিরভাগ সময়ই লোডশেডিং। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বিরুদ্ধে দেশজুড়ে গণবিক্ষোভ চলছে। এরকম ভয়ংকর অবস্থা চিন্তায় ফেলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকেও।

দুই দফা পিছিয়ে ছিল উপমহাদেশের জমজমাট এশিয়া কাপ ক্রিকেট। শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে স্বাগতিক রেখে চলতি বছর এই টুর্নামেন্টটি আয়োজনের লক্ষ্য ঠিক করা হয়। কিন্তু শ্রীলঙ্কার চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং চরম অর্থনৈতিক দুরবস্থার কারণে দেশটি থেকে এশিয়া কাপ ক্রিকেট সরে যাওয়ার অশঙ্কা দেখা দিয়েছে বলে জানাচ্ছে ক্রিকেট সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলো। অনেকেই মনে করছেন, শ্রীলঙ্কায় এশিয়া কাপ করতে গেলে সেটা ঝুঁকির হয়ে যেতে পারে।

দুই দফা পেছানোর পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকে ঠিক হয়েছিল, ২৭ আগস্ট শ্রীলঙ্কা বসবে এশিয়া কাপের আসর। ফাইনাল হবে অনুষ্ঠিত হওয়ার কথা ১১ সেপ্টেম্বর। টুর্নামেন্টটির ১৫তম আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। তবে তা এক প্রকাশ অনিশ্চিত হয়ে যাচ্ছে। দেশটির পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে, চলমান আইপিএলের খেলাগুলো পর্যন্ত শ্রীলঙ্কায় সম্প্রচার করা হচ্ছে না। কারণ, আইপিএলের সম্প্রচার স্বত্ত্ব কেনার মত পরিস্থিতি নেই লঙ্কানদের।

পাকিস্তানের সংবাদ মাধ্যম ক্রিকেট পাকিস্তান এবং ‘জিও সুপার’ এসিসির কর্মকর্তাদের বরাত দিয়ে জানাচ্ছে, চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব হারাতে যাচ্ছে শ্রীলঙ্কা। রোববার দুবাইয়ে এ ব্যাপারে এসিসির একটি উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল। সেখানে ঠিক হবে শ্রীলঙ্কার পরিবর্তে কোন দেশকে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হবে।

তবে এখনই শ্রীলঙ্কা থেকে টুর্নামেন্ট সরানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। খবর নিয়ে যা জানা গেল, তাতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আরও কিছুদিন অপেক্ষা করতে চাইছে। কারণ এখনও টুর্নামেন্ট চার মাস বাকি। শ্রীলঙ্কার পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। যা শোনা যাচ্ছে তাতে সামনের মাসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে বিকল্প ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে। শ্রীলঙ্কার পরিবর্ত ভেন্যু হিসাবে কোথায় এই টুর্নামেন্ট করা যায় সেটা নিয়েও ভাবনাচিন্তা চলছে।