শ্বশুরের সঙ্গে ঘটা বিষয়টি স্বামীকে সাহস করে বলায় উ’ল্টো ফল হয় !

আইন-আদালত দুর্নীতি নারী ও শিশু

ঘট’নাটি ভারতরে উত্তরপ্রদেশের মেরঠের। নিজের শ্বশুরের বিরু’দ্ধে ধর্ষ’ণের অভি’যোগ আনলেন তারই বৌমা সঙ্গে যৌ’তুকের জন্য নি’র্মম নি’র্যাতনের ঘটনা।

 

ত’থ্য মতে, ওই গৃহবধূ সেখানকার থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। তার শ্বশুর নাজির আহমেদও সেখানে রিজার্ভ পুলিশ ফোর্স প্রভিন্সিয়াল আর্মস কনস্ট্যাব্যুলারি (পিএসি)-এর অংশ। আর তার স্বামী আবিদ মেরঠ কোতোয়ালি থানার পুলিশ অফিসার।

 

 

ভু’ক্তভোগী গৃহবধূ জানিয়েছেন, বুধবার রাতে তিনি একা ছিলেন বাড়ি। সেদিন বাড়ি ফিরে তার শ্বশুর তাকে ধ’র্ষণ করে। কাউকে এ বিষয়ে কিছু বললে মেরে ফেলার হু’মকিও দেয়। তারপরও বিষয়টি সাহস করে স্বামীকে বলার পর স্বামী আবিদ সহযোগিতা না করে বরং স্ত্রীকে তিন তালাক দেয়। যদিও দেশটিতে তিন তালাক প্রথা অনেক আগেই নিষি’দ্ধ হয়েছে।

 

 

পুলিশকে ভু’ক্তভোগী ওই গৃহবধূ জানিয়েছেন, তিন বছর আগে আবিদের সঙ্গে বিয়ে হয় তার। কিন্তু বিয়ের পর থেকেই তাকে যৌ’তুকের জন্য নি’র্যাতন করছিল শ্বশুরবাড়ির লোকজন। গৃহবধূর অভি’যোগের ভি’ত্তিতে বিষয়টি তদ’ন্ত করেছে পুলিশ।