হোটেলে স্ত্রী পরিচয়ে স্কুলছাত্রীকে নিয়ে যুবক, র’ক্ত দিয়ে বাঁচালেন ওসি-এসআই

আইন-আদালত চট্টগ্রাম দেশ জুড়ে নারী ও শিশু বাংলাদেশ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে …র অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক শরিফুল ইসলাম নূরসহ দুইজনকে আট;ক করেছে পুলিশ। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় স্কুলছাত্রীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

রোববার রাতে সোনাইমুড়ী বাজারের একটি আবাসিক হো;টেলে এ ঘটনা ঘটে। আটক শরিফুল ইসলাম নূর চাটখিল উপজেলার নোয়াপাড় গ্রামের বাসি;ন্দা। অপর ব্যক্তি হো;টেলের ম্যানেজার।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে শরিফুল ইসলাম নূর ও ওই স্কুলছাত্রী সোনাইমুড়ী বাজারের একটি আবাসিক হোটেলে উঠে। রাত সাড়ে ৯টার দিকে ভিকটি;মকে র;ক্তা;ক্ত অবস্থায় সোনাইমুড়ীর

একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীর থেকে প্রচুর র;ক্তক্ষ;;রণ হওয়ায় রা;তে সোনাই;মুড়ী থা;নার ওসি ও একজন এসআই তাকে দুই ব্যা;গ র;ক্ত দেন। বর্তমানে সে জেনারে;ল হাসপাতা;লে চিকিৎ;সাধীন।

 

জেনারেল হাসপাতালের আবাসিক মে;ডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মো. আব্দুল আজিম জানান, …শিকার ওই ছাত্রীর শ;;রীর থেকে প্রচু;র র;ক্ত;ক্ষ;রণ; হয়ে;ছে। রাত থেকে তাকে তিন ব্যা;গ ;র;ক্ত দেওয়া হয়েছে। তার শারী;রিক ;অ;বস্থা ;আ;গের;চে;য়ে ;এখন ভালো; আছে।

 

সোনাইমুড়ী থানার ওসি মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার ভোরে সোনা;ইমুড়ী নদনা এলাকায় অভিযান চালিয়ে অ;ভিযুক্ত শরিফুল ই;সলাম নূরকে আট;ক করা হয়েছে। রাতেই ওই হোটে;ল থেকে ম্যা;নেজারকে আ;ক করা হয়। ঘটনায় স্কু;লছাত্রীর বাবা বা;দী হয়ে একটি মা;মলা দায়ের ক;রেছেন।