সংক্র’মণ বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে এক সপ্তাহের লক’ডাউন

দেশ জুড়ে রাজশাহী

‘করো’না সং’ক্র’মণ বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে এক সপ্তাহের লক’ডা’উ’ন ঘোষণা করেছে জেলা প্রশাসন। সোমবার (২৪ মে) দুপুরে এ ঘোষণা করেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা শনা’ক্ত হয়েছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৪৯ জন, শিবগঞ্জে তিনজন, গোমস্তাপুরে ছয়জন ও ভোলাহাটে একজন রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকাল থেকে করোনা আক্রা’ন্তদের উপসর্গ না থাকায় তাদের বাড়িতে চি’কি’ৎসা দেয়া শুরু করা হয়েছে।

এদিকে জেলার ২৫০ শয্যা’র হাসপা’তালে’র ক’রোনা ওয়ার্ডে ১৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া করো’নায় আ’ক্রা’ন্ত এক হাজার ১৮ জন সু’স্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ও মা’রা’ গেছেন ২৫ জন।