২০ বছর ধরে স্বামীকে কাঁধে বহন করছেন স্ত্রী

দেশ জুড়ে নারী ও শিশু বাংলাদেশ ময়মনসিংহ

স্বামী-স্ত্রীর ভালোবাসার অনন্য নজির সৃষ্টি করলেন জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছ ইউপির দুর্গম চরাঞ্চল সিন্দুর তলী গ্রামের গৃহবধূ মালেঞ্চা বেগম। স্বামী শহর আলীকে দীর্ঘ ২০ বছর ধরে কাঁধে বহন করে নিয়ে চলেছেন তিনি।

 

 

মালেঞ্চা বেগম জানান, তার স্বামী দিনমজুর শহর আলী অন্যের বাড়িতে ঘরের কাজ করতে গিয়ে পড়ে গিয়ে দুটি পা ভেঙে যায়। পরে দুটি পা কেটে ফেলা হয় তার। দুই পা হারিয়ে চির দিনের জন্য পঙ্গুত্ব বরণ করেন শহর

 

আলী। এরপর দীর্ঘ ২০ বছর ধরে কাঁধে বহন করে অন্যের বাড়িতে হাত পেতে সংসার চালাচ্ছে স্ত্রী মালেঞ্চা।

 

শহর আলী জানান, স্ত্রী মালেঞ্চার ভালোবাসায় বেঁচে আছি। আমাদের সংসারে তিন ছেলে-মেয়ে রয়েছে। স্ত্রীর কাঁধে বসে অন্যের বাড়ির দরজায় ঘুরে ঘুরে মানুষের সাহায্য-সহযোগিতা নিয়ে কোনো রকমে জীবন চালাই।

 

 

ইউএনও এস এম মাজহারুল ইসলাম জানান, শহর আলীর জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে।