চিকিৎসা করাতে গ্রাম থেকে ছেলে ও ননদকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম শহরে এসেছিলেন তাসলিমা। কিন্তু চিকিৎসকের কাছে যে;তেই ঘ;টে যা;য় দু;র্ঘ;ট;না। এতে নিজে ও দশ বছ;রের ছেলে ইর;ফান বেঁ;চে গেলেও প্রা;ণ হা;রা;ন ননদ খাদিজা এবং অটোরিকশাচালক সুলতান।বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট মেয়র গলির চশমা খালে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চশমা খালের পাশের সড়ক দিয়ে যাওয়া;র সময় একটি ঘরের সিঁড়ির সঙ্গে ধা;ক্কা লে;গে উ;ল্টে খা;লে পড়ে যায় অটোরি;কশাটি। এতে চা;ল;ক ও যা;ত্রী;সহ চা;র;জ;ন আ;হ;ত হন। পরে পুলিশ ও ফা;য়ার সার্ভি;সের সহায়তায় তাদে;র ;উ;দ্ধা;র করে
চট্টগ্রাম মেডি;কেল কলেজ (চমেক) হাসপা;তালে নি;লে চিকি;ৎসক দুজ;নকে মৃ;ত ঘোষণা করেন। এদিকে, খালে;র পা;শে প্রতি;র;ক্ষা দেয়াল থাকলে এমন দু;র্ঘ;টনা ঘ;টতো না বলে ;দাবি করে;ছেন নি;হত;দে;র; স্বজন ও এলাকাবাসী।