বেড়েছে পেঁয়াজ-কাঁচামরিচের দাম, চড়া দাম সবজিরও

বেড়েছে পেঁয়াজ-কাঁচামরিচের দাম, চড়া দাম সবজিরও

অর্থনীতি বাংলাদেশ

প্রতি সপ্তাহেই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম আবারও ৪০ টাকা বেড়ে হয়েছে ১৬০ টাকা। আর পেঁয়াজ কেজিতে ৫ টাকা বেড়ে হয়েছে ৫০ টাকা। এছাড়াও সব ধরনের সবজির দাম কেজি প্রতি বেড়েছে ৫ থেকে ১০ টাকা। কমছে না সয়াবিন তেল, ডাল, চিনি আর মাছের দামও। ময়মনসিংহ নগরীর মেছুয়াবাজার ও শম্ভুগঞ্জ বাজারে ঘুরে পাওয়া যায় এসব তথ্য।

 

মেছুয়াবাজারের পাঁচতারা সবজি দোকানের বিক্রেতা আজহারুল ইসলাম জাগো নিউজকে জানান, গত সপ্তাহে কাঁচামরিচ ১২০ টাকা করে বিক্রি হলেও আমদানি কম থাকায় এ সপ্তাহে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও সব প্রকার সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে।

 

তিনি আরও জানান, শিম ১২০ টাকা, কাঁচা টমেটো ১০০ টাকা, পাকা টমেটো ১২০ টাকা, ফুলকপি ১২০ টাকা, গাজর ১২০ টাকা, বরবটি ৮০ টাকা, ঢেঁড়শ ৫০ টাকা, শসা ৬০ টাকা, পটল ৪৫ টাকা, বেগুন ৬০ টাকা, করলা ৬০ টাকা, ধুন্দল ৪৫ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাকরোল ৫০ টাকা, লাউ ৪৫ টাকা, পেঁপে ২৫ টাকা, মুখী কচু ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ছোট কুমড়া প্রতি পিস বিক্রি হচ্ছে ৩৫ টাকা করে।

 

 

ওই বাজারের জামিল স্টোরের বিক্রেতা সফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, পেঁয়াজের দাম গত সপ্তাহের চাইতে ৫ টাকা বেড়েছে। দেশি পেঁয়াজ ৫০ টাকা আর ইন্ডিয়ান পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি রসুন ৫০ টাকা, আদা ১০০ টাকা এবং আলুর দাম ২০ থেকে ২৫ টাকা।

 

মেছুয়াবাজারের মুরগি বিক্রেতা মোহাম্মদ আলী জাগো নিউজকে জানান, গত ১৫ দিনে সব প্রকার মুরগির দাম কেজিতে গড়ে ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে। সোনালী ২৮০ টাকা, দেশি মুরগি ৩২০ টাকা, লেয়ার ২৮০ টাকা, সাদা কক ২৭০ টাকা, কেঁচো মুরগি ২৬০ টাকা এবং ব্রয়লার ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

 

একই বাজারের মাংস বিক্রেতা মো. আকবর মিয়া জানান, মাংসের দামে তেমন ওঠানামা নেই। খাসির মাংস ৭৮০-৮০০ টাকা, গরুর মাংস ৫৮০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ডিমের আড়তের বিক্রেতা সোহেল মিয়া জানান, দেশি মুরগির ডিম প্রতি হালি ৫০ টাকা, হাসের ডিম ৫০ টাকা এবং ফার্মের মুরগির ডিম ৩৫ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।

 

সাইফুল স্টোরের বিক্রেতা সাইফুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায়, বেড়েছে সব ধরনের ডালের দাম। প্রতি কেজি ভাঙা মাসকলাই ১২৫ টাকা, মাসকলাই ৯৫ টাকা, ইন্ডিয়ান মসুর ডাল ৮৫ টাকা, ইন্ডিয়ান হাইব্রিড মসুর ডাল ৮০ টাকা, দেশি মসুর ডাল ১০০ টাকা, এ্যাংকার ৪৫ টাকা, খেসারি ডাল ৬০ টাকা, মুগডাল ১২০ টাকা, বুটের ডাল ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। আর চিনির দাম কেজি প্রতি ৮০ টাকা।

 

মেছুয়াবাজারের মাছ বিক্রেতা মলয় জানান, বড় ইলিশের দাম ১৬০০ টাকা কেজি এবং ছোট ইলিশের দাম ১০০০ টাকা কেজি। ওই বাজারের মাছ বিক্রেতা মুক্তার মিয়া জানান, সিলভার কার্প মাছ ২০০ টাকা, মৃগেল মাছ ২২০ টাকা, ছোট শিং মাছ ৩০০ টাকা, তেলাপিয়া ১২০ টাকা, গ্লাসকার্প মাছ ২০০ টাকা, টেংড়া ২৫০ টাকা, কাতল মাছ ২৪০ টাকা, বাউশ ২৩০ টাকা, রুই মাছ ২৫০ টাকা, পাঙাশ ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

শম্ভুগঞ্জ মধ্যবাজারের ফুলকলি স্টোরের বিক্রেতা মো. ওবায়দুল্লাহ জাগো নিউজকে জানান, খোলা সয়াবিন তেল ১৫০ টাকা, পামওয়েল ১৩৫ টাকা, কোয়ালিটি তেল ১৪০ টাকা, বোতলজাত তেল ১৫৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।