মালয়েশিয়ায় শ্র’মি’ক স’ঙ্ক’ট, পামওয়েল শিল্পে বছরে ক্ষ’তি ২৪১ কোটি ডলার

প্রবাস

শ্রমিক সঙ্কটের কারণে এক বছরে মালয়েশিয়ায় পামওয়েল শিল্পের ক্ষ’তি হয়েছে ২৪১ কোটি ডলার। বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ পামওয়েল উৎপাদনকারী এই দেশ। আজ বৃহস্পতিবার দেশটির পণ্যসামগ্রী বিষয়ক মন্ত্রী মোহাম্মদ খায়রুদ্দিন বিন আমান রাজালি এক সম্মেলনে বলেছেন, ক’রোনা ভা’ইরা’সের বি’ধিনিষে’ধের কারণে প্রায় ৩২ হাজার শ্রমিকের সঙ্কট দেখা দিয়েছে মালয়েশিয়ায়।

এ কারণে বছরে প্রায় ১০০০ কোটি রিঙ্গিত বা ২৪১ কোটি ডলারের ক্ষ’তি হচ্ছে। কারণ, পামওয়েলের ফলগুলো সংগ্রহ করার মানুষ নেই। এসব ফল ন’ষ্ট হওয়ার কারণে তেলের উৎপাদনও বাড়ছে না। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ কারণে বছরে প্রায় ১০০০ কোটি রিঙ্গিত বা ২৪১ কোটি ডলারের ক্ষ’তি হচ্ছে। কারণ, পামওয়েলের ফলগুলো সংগ্রহ করার মানুষ নেই। এসব ফল ন’ষ্ট হওয়ার কারণে তেলের উৎপাদনও বাড়ছে না। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।