নাহিদ ইসলাম : দেশের ৬৪টি জেলায় চলছে কঠোর লকডাউন।আজ থেকে ঢাকাসহ সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও চলছে কঠোর লকডাউন। মহা’মারি ক’রোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে নেমেছে সেনাবাহিনী,
পুলিশ, র্যাব, বিজিবি ও টাঙ্গাইল এ ফায়ার সার্ভিস ‘ভলেন্টিয়ার এবং আনসার সদস্যরা। যারা ঘরের বাইরে বের হচ্ছে তাদেরকেই বের হওয়ার কারণ জিজ্ঞেস করা হচ্ছে। জরুরি প্রয়োজনের কথা যারা বলছেন তাদের কাছ থেকে প্রয়োজনীয় প্রমাণ চাওয়া । এ সময় টাঙ্গাইল এ ফায়ার সার্ভিস ‘ভলেন্টিয়ার এর উদ্যোগে ২০০ মাস্ক বিতরণ
করা হয় । আকন্দ ফুয়াদ বিন হাসান মারফি ও মোস্তফা মোর্শেদ রিফাত এর উদ্যোগে এই মাস্ক বিতরণ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন সবুজ , রাসেল , সাবিত ( কমিউনিটি ভলেন্টিয়ার টাঙ্গাইল ফায়ার সার্ভিস ) ।
টাঙ্গাইলের লকডাউনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কমিউনিটি ভলান্টিয়ারাও নিয়োজিত আছেন। বিভিন্ন ক্লিনিক এ গিয়ে তারা সামাজিক দুরুত্ব বজায় আছে কিনা তা পরিদর্শন করেন এ সময় তারা জানায় লকডাউন সফলভাবে পরিচালনা করার জন্য আমাদের সহযোগিতা করুন এবং ঘরে থাকুন সুস্থ থাকুন ।