নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে জরি’মা’না গুনলেন ৫০০ টাকা

খুলনা চট্টগ্রাম জাতীয় ঢাকা দেশ জুড়ে বরিশাল বাংলাদেশ ময়মনসিংহ রংপুর রাজশাহী সিলেট

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় সাতদিনের কঠোর লকডাউন (বিধিনিষেধ) চলছে। এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে বাড়ির বাইরে বের হয়ে ৫০০ টাকা জরি’মা’না দিয়েছেন বলে দাবি করেন ইব্রাহীম নামে এক ব্যক্তি।

 

 

রোববার (৪ জুলাই) রাজধানীর কাকরাইল মোড়ে বেলা সাড়ে ৩টা থেকে অবস্থান নেয় র‍্যা’বের ভ্রা’ম্য’মাণ আ’দালত। ‘র‍্যা’বের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এতে নেত্রত্ব দেন।

 

অভিযান চলাকালে ইব্রাহীম নামের এক ব্যক্তি পুরানা পল্টন থেকে রিকশায় করে বাজারে যাচ্ছিলেন। এ সময় টহলরত র‍্যা’বের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করলে সদুত্তর না পাওয়ায় ভ্রা’ম্য’মাণ আ’দালত তাকে ৫০০ টাকা জ’রি’মা’না করেন।

 

 

 

জ’রি’মা’না দিয়ে ইব্রাহীম জাগো নিউজকে বলেন, ‘গত চারদিন ধরে বাজার করিনি। বাসায় চাল, তেল, কাঁচাবাজারসহ অনেক কিছুই শেষ হয়ে গেছে। বাসার পাশের বাজারগুলোতে সবকিছু না পাওয়ায় শান্তিনগর বাজারে যাচ্ছিলাম। এমন সময় আমাকে ধরে ৫০০ টাকা জ’রি’মা’না করা হয়।’

 

 

তিনি আরও বলেন, ‘যদি বাজার নাই করি তাহলে খাব কি?’ যারা জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন তাদেরকে আইনের আওতায় আনার জন্য তিনি ভ্রা’ম্যমা’ণ আ’দালতের কাছে অনুরোধ জানান।

 

এ বিষয়ে র‌্যা’বের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, ‘তিনি (ইব্রাহীম) প্রথমে মাশরুমের কথা বলেছিলেন। পরে তিনি বলেন তেল কেনার জন্য বের হয়েছেন। দুই রকম কথা বলার কারণে তাকে ৫০০ টাকা জ’রি’মা’না করা হয়।’