লকডাউন-বৃষ্টিতে ভাড়া নেই রিকশাচালকদের

বাংলাদেশ

সারাদেশের মতো পটুয়াখালীতেও চলছে কঠোর লকডাউন। এর সঙ্গে যোগ হয়েছে ভারি বর্ষণ। সবমিলিয়ে এই কয়েকদিনে বিপাকে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষগুলো। রোববার (৪ জুলাই) সকাল থেকে বৃষ্টি হওয়ায় রিকশা এবং অটোরিকশা চালকরা পড়েছেন বেশি বিপাকে। সড়কে মানুষের চাপ কম থাকায় এবং বৃষ্টির কারণে অনেকেই অলস সময় পার করতে দেখা গেছে।

 

 

দুপুরে পটুয়াখালী পৌরসভা চত্বর এলাকা ঘুরে দেখা যায়, এক রিকশাচালক তার রিকশার পর্দা (পলিথিন শিট) দিয়ে নিজেকে ঢেকে সেখানেই বিশ্রাম নিচ্ছেন। তার সঙ্গে কথা বলে জানা যায়, তার নাম সোবহান জমাদ্দার। গত পাঁচ বছর ধরে এই শহরে ব্যাটারিচালিত রিকশা চালাচ্ছেন। তবে গত কয়েকদিন আয়-ইনকাম নেই বললেই চলে।

 

 

বৃষ্টি না থাকলে দু’একজন যাত্রী পেলেও বৃষ্টির সময় একেবারেই অলস সময় পার করতে হয়। তিনি জাগো নিউজকে বলেন, ‘সকালের দিকে শহরের বাজারগুলোতে কিছু কিছু মানুষ বের হলেও সারা দিনে মানুষের চাপ অনেকটা কম। ফলে তেমন কোনো যাত্রী পাওয়া যাচ্ছে না।’

 

রোববার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত মাত্র ৫০ টাকা আয় করেছেন বলে জানালেন রিকশাচালক সোবহান জমাদ্দার। এদিকে বিগত লকডাউনের সময় সরকারের পক্ষ থেকে এবং এমনকি বিত্তবানরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও এবার তেমন চিত্র দেখা যায়নি।