ভাসানচরে কঙ্কা’ল উদ্ধার

দেশ জুড়ে

নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে অজ্ঞাত এক পুরুষের ক’ঙ্কাল (৩৫) উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ জুলাই) রাত পৌনে ১২টার দিকে নৌবাহি’নীর সদস্যরা ২নং বাজারের দক্ষিণ-পশ্চিম পাশে কঙ্কা’লটি দেখে পুলিশে খরব দেয়। পরে রাত পৌনে ১টার দিকে পুলিশ ক’ঙ্কালের (ম’র’দে’হ) সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের ম’র্গে পাঠায়।

 

 

সোমবার (৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, এক থেকে দেড় মাস আগে ম’রদেহ’টি জোয়ারের পানিতে তীরে ভেসে আসে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

 

প্রসঙ্গত, নোয়াখালীর হাতিয়ার ভাসানচর দ্বীপে বাংলাদেশ সেনা’বা’হি’নী, নৌ’বা’হিনী ও কো’স্টগা’র্ডের তত্ত্বাব’ধানে ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় এক হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তর করা হয়।

 

 

এরপর একই বছরের ২৯ ডিসেম্বর আরও এক হাজার ৮০৪ জন, চলতি বছরের ২৯-৩০ জানুয়ারি দুই হাজার ৪২১ জন ও ১৩ ফেব্রুয়ারি তিন হাজার ৬০০ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।

 

 

আরও কয়েক ধাপে স্থানান্তরের পর ভাসানচরে বর্তমানে রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৪৭ জনে। আগামী সেপ্টেম্বরে সেখানে আরও ৮০ হাজার রোহিঙ্গাকে স্থানান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার।