মন্ত্রীকে ঘুষ দেয়ার চেষ্টায় ৭ বছর নিষিদ্ধ সনাৎ জয়সুন্দর

খেলাধুলা দুর্নীতি

শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাবেক পারফরম্যান্স এনালিস্ট সনাৎ জয়সুন্দরকে ৭ বছরের জন্য নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দেশের ক্রীড়ামন্ত্রীকে ঘুষ দেয়ার চেষ্টা করায় এ শাস্তি পেলেন জয়সুন্দর।

 

 

যেকোনভাবে প্রভাব বিস্তার অথবা আন্তর্জাতিক ম্যাচের ফলাফলসহ ম্যাচের নানান দিক নিয়ন্ত্রণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত ছিলেন তিনি। শুধু তাই নয়, তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল ২০১৯ সালে। কিন্তু তিনি বারবার ইচ্ছাকৃতভাবে তদন্ত কাজ পিছিয়েছেন।

 

 

শেষমেশ চলতি বছরের ৫ জুলাই তারিখে এসে এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জয়সুন্দরকে নিষিদ্ধ ঘোষণা করেছে আইসিসির ইন্টেগ্রিটি ইউনিট। তার এই নিষেধাজ্ঞা ২০১৯ সালে অভিযোগ দায়েরের সময় থেকেই হিসেব করা হবে।

 

 

আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘জয়সুন্দরের মন্ত্রীকে ঘুষ দেয়ার চেষ্টা করা একটি গর্হিত অপরাধ। একই সময় নিজের অপরাধ ঢাকতে নানান কৌশল অবলম্বন করা বেশ হতাশাজনক।’