এবার নিখোঁজ সেই মিনুর বড় ছেলে ইয়াছিন

জাতীয় দেশ জুড়ে বাংলাদেশ

চট্টগ্রামে একটি হ’ত্যা মা’মলা’য় অন্যের হয়ে তিন বছর কা’রাভো’গ শেষে সদ্য মুক্ত হওয়া মিনু আক্তার সড়ক দুর্ঘ’ট’না’য় নিহ’তে’র পর এবার তার বড় ছেলে ইয়াছিনকে (১২) খুঁজে পাওয়া যাচ্ছে না। বুধবার (৭ জুলাই) বিকেলে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন মিনুর ছোটো ভাই রিকশাচালক মো. রুবেল। তিনি জানান, গতকাল বিকেলে তিনি ভাগিনা (বোনের ছেলে) ইয়াছিনকে

 

 

খুঁজতে যান নগরের ২ নম্বর ষোলশহর রেলস্টেশন এলাকায়। ইয়াছিন সেখানে একটি দোকানে চাকরি করত। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ওই এলাকার লোকজনের কাছে জানতে চান। তারা সকালেও ইয়াছিনকে দেখেছেন বলে জানান। পরে ইয়াছিনের খোঁজ না পেয়ে তিনি বাসায় চলে যান।

 

 

বিষয়টি পুলিশকে জানানো হয়েছে কি-না জানতে চাইলে তিনি জানান, তিনি রিকশা চালান। লকডাউনে বের হতে না পেরে তার পকেটে টাকা নেই। গতকাল ২০০ টাকা ছিল, সেগুলো তাকে খুঁজতে গিয়ে খরচ হয়ে গেছে। এ কারণে তিনি থানায় যেতে পারছেন না।

গত ২৮ জুন রাতে নগরের বায়েজিদ সংযোগ সড়কে দুর্ঘ’ট’নায় নি’হ’ত হন মিনু আক্তার। কিন্তু পুলিশ পরিচয় শ’না’ক্ত করতে না পারায় ময়’না’ত’দ’ন্ত শেষে তাকে দাফন করে আঞ্জুমান মুফিদুল ইসলাম।

 

 

কয়েকদিন তদ’ন্ত শেষে রোববার (৪ জুলাই) বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্ম’ক’র্তা (ও’সি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, সড়’ক দুর্ঘ’ট’না’য় নি’হ’ত অজ্ঞাত সেই নারী আলোচিত মিনু আক্তার।

এর আগে গত ১৬ জুন হ’ত্যা মা’ম’লা’য় যা’ব’জ্জী’বন কা’রাদ’ণ্ডপ্রা’প্ত আ’সা’মি কুলসুম আক্তার কুলসুমীর বদলি হয়ে তিন বছরেরও অধিক সময় কা’রা’ভোগ শেষে মিনু চট্টগ্রাম কে’ন্দ্রীয় কা’রা’গার থেকে মুক্ত হন।