সম্রাট চাইলে হাসপাতাল ছাড়তে পারেন: চিকিৎসক

জাতীয়

জামিনে মুক্তি পেলেও হাসপাতালে পর্যবেক্ষণে আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। তার চিকিৎসা চালিয়ে যাওয়া প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক।

মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজিস্ট বিভাগের সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান ডা. মো. রসুল আমিন (শিপন) সাংবাদিকদের বলেন, তিনি চাইলেই এখন হাসপাতাল ছেড়ে যেতে পারবেন। সেটা তার ইচ্ছার ওপর নির্ভর করছে।

সার্বিক অবস্থা জানতে চাইলে তিনি বলেন, তার হার্টের রোগ। এটা নিয়ে আসলে কোনো ভবিষ্যদ্বাণী করা যায় না। সম্রাটের হার্ট-রেটটা মাঝেমধ্যেই বেড়ে যায়। এমনও হয়েছে রাত তিনটায় বেড়েছে। এঅবস্থায় সঙ্গে সঙ্গে চিকিৎসা না নিলে যেকোনো ধরনের অঘটন ঘটে যেতে পারে। এখন সামনের দিনে এই হার্ট রেট বাড়তেও পারে আবার নাও বাড়তে পারে।

ছাড়পত্র দেওয়ার বিষয়ে ডা. রসুল আমিন বলেন, যেহেতু তার জামিন হয়েছে, এখন আমাদের এখানেই চিকিৎসা করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। তিনি অন্য কোথাও চিকিৎসার ব্যবস্থা করে আমাদের জানালে ছাড়পত্র দিয়ে দেবো। তার হৃদস্পন্দন এখন স্বাভাবিক আছে। তিনি চাইলে আমরা এখন ছাড়তে পারি। কিন্তু কখন অস্বাভাবিক হবে আমরা জানি না।

২০১৯ সালের ৬ অক্টোবর ক্যাসিনোবিরোধী অভিযানের মুখে সম্রাটকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারের সময় তার কাছ থেকে বিদেশি মদ উদ্ধার দেখানো হয়।

এছাড়া তার কার্যালয়ে অভিযান চালিয়ে অস্ত্র এবং প্রাণীর চামড়া উদ্ধার করে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তবে র‌্যাবের অভিযানকে বরাবরই সাজানো নাটক বলে দাবি করে আসছে সম্রাটের পরিবার।

সোমবার রাত ৯টার দিকে কারামুক্তির আদেশ হাতে পান তিনি। তবে অসুস্থতার কারণে এখনো তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন।