সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা

প্রবাস বাংলাদেশ

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি, অর্থাৎ আগামীকাল রোববার (১১ জুলাই) থেকে শুরু হচ্ছে ইসলামি বর্ষপঞ্জির এই ১২তম মাস। সে হিসেবে দেশটিতে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আগামী ২০ জুলাই। গতকাল শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট এই তথ্য জানিয়েছে।

 

 

জিলহজ মাস বিশ্ব মুসলমানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মাসেই হজ পালিত হয়ে থাকে। ৯ জিলহজ পবিত্র আরাফাতের দিন। এর পরদিন অর্থাৎ ১০ জিলহজ ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। সেই হিসেবে ইংরেজি মাসের ২০ জুলাই কোরবানির ঈদ পালন করবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। সাধারণ নিয়মে পরদিন ২১ জুলাই ঈদ হবে বাংলাদেশে।

 

 

এর আগে আন্তর্জাতিক জোতির্বিজ্ঞান কেন্দ্রও ২০ জুলাইকে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিল। আন্তর্জাতিক জোতির্বিজ্ঞান কেন্দ্রের বরাত দিয়ে ওই খবর দিয়েছে আমিরাত-ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত ওদেহ বিষয়টি জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।