তারুটিয়া পর্যন্ত ৩০ কিলোমিটার যানজট, যাত্রীদের চরম ভোগান্তি

গণমাধ্যম ঢাকা

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইল সদর উপজেলার তারুটিয়া পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার যানজট লেগে আছে। যানজটে আটকা পড়ে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো যাত্রীদের। জানা গেছে, মঙ্গলবার (২০ জুলাই) সকালে উত্তরবঙ্গগামী লেন ৩০ কিলোমিটার পর্যন্ত যানবাহনে পূর্ণ হয়ে গেছে।এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে একটু একটু করে এগোচ্ছে গাড়ি।

 

 

 

 

স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত যানবাহন চলাচল করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সকালে বৃষ্টি শুরু হওয়ায় যানজটে আটকে পড়া মানুষের দুর্ভোগ আরো বেড়েছে। স্বাভাবিক অবস্থায় প্রতিদিন ১২ থেকে ১৩ হাজার যানবাহন সেতু পারাপার হয়। কিন্তু কয়েক দিন ধরে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি যানবাহন চলাচল করছে।স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত যানবাহন চলাচল করায় সোমবার গভীর রাত থেকেই যানজট শুরু হতে থাকে।

 

 

 

 

সেতুর পশ্চিম প্রান্তে (সিরাজগঞ্জের দিকে) যানজট শুরু হয়। পরে সেই জট দীর্ঘ হতে হতে সেতু অতিক্রম করে পূর্ব প্রান্তে (টাঙ্গাইলের দিকে) চলে আসে।মঙ্গলবার সকাল পর্যন্ত সেই জট সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইল সদর উপজেলার তারুটিয়া পর্যন্ত চলে আসে।